Deepika Padukone At Cannes 2022: নায়িকা সাজলেন লুই ভিত্তোয়, দীপিকা পাড়ুকোনের থেকে চোখ সরানো দায়! দেখুন

Last Updated:
সেজেছিলেন লুই ভিত্তোর এক্সক্লুসিভ কালেকশনে। (Deepika Padukone At Cannes 2022)
1/10
কান চলচ্চিত্র উৎসব ২০২২-এ এবার ফ্যাশনে অন্যতম সেরা হিসেবে বিশ্ববাসীর বন্দনা কুড়িয়েছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। সম্প্রতি এলভিসের প্রিমিয়ারে নায়িকার সাজ দেখে চোখ সরানো দায় ভক্তদের। সেজেছিলেন লুই ভিত্তোর এক্সক্লুসিভ কালেকশনে। (Deepika Padukone At Cannes 2022)
কান চলচ্চিত্র উৎসব ২০২২-এ এবার ফ্যাশনে অন্যতম সেরা হিসেবে বিশ্ববাসীর বন্দনা কুড়িয়েছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। সম্প্রতি এলভিসের প্রিমিয়ারে নায়িকার সাজ দেখে চোখ সরানো দায় ভক্তদের। সেজেছিলেন লুই ভিত্তোর এক্সক্লুসিভ কালেকশনে। (Deepika Padukone At Cannes 2022)
advertisement
2/10
যেন রানির মতো সাজ দীপিকার।
যেন রানির মতো সাজ দীপিকার।
advertisement
3/10
লুই ভিত্তোর তৈরি ব্রোকেড ড্রেস পরেছেন নায়িকা। সঙ্গে নাটকীয় হাত পোশাকের।
লুই ভিত্তোর তৈরি ব্রোকেড ড্রেস পরেছেন নায়িকা। সঙ্গে নাটকীয় হাত পোশাকের।
advertisement
4/10
রিচার্ড কুইনের ফ্লোরাল ড্রেসে সেজেছেন দীপিকা।
রিচার্ড কুইনের ফ্লোরাল ড্রেসে সেজেছেন দীপিকা।
advertisement
5/10
আশি স্টুডিওর তৈরি কমলা পোশাকে মোহময়ী দীপিকা।
আশি স্টুডিওর তৈরি কমলা পোশাকে মোহময়ী দীপিকা।
advertisement
6/10
লুই ভিত্তোর তৈরি কালো এই টাসেল ড্রেসে সেক্সি অবতারে নায়িকা।
লুই ভিত্তোর তৈরি কালো এই টাসেল ড্রেসে সেক্সি অবতারে নায়িকা।
advertisement
7/10
লুই ভিত্তোর কো-অর্ড সেটে দীপিকা।
লুই ভিত্তোর কো-অর্ড সেটে দীপিকা।
advertisement
8/10
প্রিন্টেড শার্ট ও গোলাপি স্কার্টে অন্য রকম সাজ নায়িকার।
প্রিন্টেড শার্ট ও গোলাপি স্কার্টে অন্য রকম সাজ নায়িকার।
advertisement
9/10
শরীরের সঙ্গে লেগে থাকা লুই ভিত্তো কালো লং গাউনে দীপিকা।
শরীরের সঙ্গে লেগে থাকা লুই ভিত্তো কালো লং গাউনে দীপিকা।
advertisement
10/10
সিকুইন শাড়ির সাজে নায়িকা, ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়।
সিকুইন শাড়ির সাজে নায়িকা, ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়।
advertisement
advertisement
advertisement