তাঁর ছবি দেখে মনে হয়েছে যে ইরা মডেলিং দুনিয়ায় পা রাখতে চলেছেন ৷ তার ছবিটি সুপারহট, সিজলিং ও চরমতম আকর্ষণীয় সেই ভিডিও দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ আমিরের মেয়ের ছবির মন মাতানো রূপে ধরে তুলেছে ৷ তাঁর বোল্ড লুক পাগল করেছে ৷ এতেই জল্পনা সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে আমির খানের মেয়ে মডেলিং-এ নামতে চলেছেন ?
advertisement
এই ছবিগুলি দেখে নানান প্রতিক্রিয়া এসেছে ৷ এমনিতেই ইরা খান নির্দেশনা নিয়েই নিজের ভবিষ্যৎ গড়তে চান ৷ তাঁর নির্দেশনায় ডিসেম্বরে মুক্তি পেয়েছে নাটক ৷ যুবরাজ সিং-এর স্ত্রী হ্যাজেল কিচ মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ৷ আমির খান ও রীণা দত্তর মেয়ে ইরা খান, ছেলের নাম জুনেদ ৷ ১৯৮৬ সালে তাঁদের বিয়ে হয়েছিল কিন্তু ২০০২ সালে বিবাহ বিচ্ছেদও হেয়ছে তাঁদের মধ্যে ৷
এরপরে আমির খান ২০০৫ সালে কিরণ রাওকে বিয়েও করেছেন ৷ কিরণ ও আমিরের একটি পুত্র সন্তান রয়েছে তাঁর নাম আজাদ ৷ যার জন্ম ২০১১ সালে হয়েছিল ৷