TRENDING:

আমির খান 'লাল সিং চাড্ডা'র জন্য পারিশ্রমিক নেবেন না! বদলে ক্ষতিপূরণ দেবেন ১০০ কোটি টাকা

Last Updated:

Aamir Khan : আমির খান অভিনীত 'লাল সিং চাড্ডা'কে সিনেপ্রেমীরা বলিউডের জন্য গেম-চেঞ্জার বলে বিশ্বাস করেছিল। তা পরবর্তিতে বিতর্কের কেন্দ্রে পরিণত হয়েছিল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আমির খান তাঁর জীবনের চারটি বছর লাল সিং চাড্ডাকে দিয়েছিলেন। কারিনা কাপুর খানকে ছবিতে অডিশন দিতে হয়েছিল। মুক্তির তারিখ বারবার পরিবর্তন থেকে শুরু করে 'বয়কট লাল সিং চাড্ডা' প্রবণতা... ছবিটি মুক্তির আগেই একাধিক বাধা। বর্তমানে 'লাল সিং চাড্ডা' একটি বক্স অফিসে ভীষণ খারাপ ফল করে এবং সবেমাত্র ১০০কোটি টাকা আয় করতে পারে। Viacom 18-এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, আমির ক্ষতি পূরণের জন্য তাঁর পারিশ্রমিক ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।
advertisement

আমির খান অভিনীত 'লাল সিং চাড্ডা'কে সিনেপ্রেমীরা বলিউডের জন্য গেম-চেঞ্জার বলে বিশ্বাস করেছিল। তা পরবর্তিতে বিতর্কের কেন্দ্রে পরিণত হয়েছিল। এখন একটি সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে যে আমির বক্স অফিসে ছবিটি ব্যর্থ হওয়ার পরে প্রযোজকদের ক্ষতিপূরণের জন্য ছবিটির জন্য তাঁর পারিশ্রমিক না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। একটি পোর্টাল জানিয়েছেন, “আমির খান যদি তাঁর অভিনয়ের পারিশ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নেন, প্রযোজনা সংস্থারর অনেক টাকার ক্ষতি হবে। ১০০ কোটি টাকা।"

advertisement

আরও পড়ুন: শ্রেয়ার সুরে গণেশ বন্দনা যেন ম্যাজিকের মতো! বুদাপেস্টে বেজে উঠল 'জয়দেব জয়দেব'

সূত্রটি আরও জানিয়েছে, “তিনি ছবিটিকে চার বছর দিয়েছেন কিন্তু এর থেকে একটি পয়সাও পাননি। ১০০ কোটি টাকা, কিন্তু তিনি ব্যর্থতার সম্পূর্ণ দোষ নিজের উপর নিয়ে সমস্ত ক্ষতি শোধ করার সিদ্ধান্ত নিয়েছেন।”

আরও পড়ুন: রবীন্দ্রনাথ-কাদম্বরীর চোরা প্রেমের গল্প নিয়ে পর্দায় ফিরছেন সাবিত্রী চট্টোপাধ্যায়

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পথদুর্ঘটনা রোধে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ যা করল, ভাবতেই পারবে না কেউ
আরও দেখুন

প্রসঙ্গত, 'লাল সিং চাড্ডা' হল টম হ্যাঙ্কস অভিনীত 'ফরেস্ট গাম্প'-এর অফিসিয়াল রিমেক। আমির খান এবং করিনা কাপুর খানের 'লাল সিং চাড্ডা' সম্প্রতি মুক্তি পেয়েছে। এতে মোনা সিং এবং নাগা চৈতন্যও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। দর্শকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছে ছবিটি। সোশ্যাল মিডিয়ায় বয়কটের প্রবণতা সত্ত্বেও, মুখের ইতিবাচক কথা ছবিটিকে কিছুটা গতি পেতে সাহায্য করছে৷ রবিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও ছবিটি দেখেছিলেন। তিনি আমির এবং তাঁর দলের জন্য প্রশংসা করেছিলেন।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
আমির খান 'লাল সিং চাড্ডা'র জন্য পারিশ্রমিক নেবেন না! বদলে ক্ষতিপূরণ দেবেন ১০০ কোটি টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল