রবীন্দ্রনাথ-কাদম্বরীর চোরা প্রেমের গল্প নিয়ে পর্দায় ফিরছেন সাবিত্রী চট্টোপাধ্যায়
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Sabitri Chattopadhyay : কাদম্বরী ঠাকুরবাড়ির এক উপেক্ষিত নারী হয়ে সারা জীবন থেকে গেলেন। একালের কাদম্বরী কীভাবে নিজের মুক্তি খুঁজবেন?
#কলকাতা: কাদম্বরী। নামটা শুনলেই আপামর বাঙালি আজও কৌতূহলী হয়ে ওঠেন। উনি যে কবির বৌঠান! রবীন্দ্রনাথ-কাদম্বরীর চোরা প্রেমের রসালো গল্প বাঙালি আজও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে। কিন্তু কাদম্বরীর একাকীত্ব, চাপা অভিমান, না-পাওয়ার ঘূর্ণাবর্তে ক্রমশ তলিয়ে যাওয়া... এইসব নিয়ে কখনই খুব বেশি চর্চা হয়নি। কাদম্বরী নিজের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত হতে হতে অফিন খেয়ে আত্মহত্যা করেন। সেই কথা জানাজানির ভয়ে শ্বশুরমশাই দেবেন্দ্রনাথ সাংবাদিকদের ৬০টাকা করে ঘুষ দিয়ে মুখ বন্ধ করে দেন। কাদম্বরী ঠাকুরবাড়ির এক উপেক্ষিত নারী হয়ে সারা জীবন থেকে গেলেন।

ঠাকুরবাড়ির সেই উপেক্ষিতা নারীর জীবন-কষ্টকে উপজীব্য করে পরিচালক শর্মিষ্ঠা দেব বানিয়েছেন নতুন ছবি 'কাদম্বরী আজও'। ছবির কাদম্বরী একালের। উনি একজন চিত্র পরিচালক। ঝকঝকে, স্মার্ট, আপাত দৃঢ়চেতা। কিন্তু মনটা? কবির বৌঠানের সঙ্গে ছবির কাদম্বরীর কতটা মিল?
advertisement
পরিচালক শর্মিষ্ঠা দেব বলেন, "খুব সোজাসাপ্টা সম্পর্ক নেই, তবে সেই কাদম্বরীর একাকীত্ব,বিরহ,চাপাকষ্ট আজকের একবিংশ শতাব্দীর স্বাবলম্বী কাদম্বরীদের মধ্যেও যে তারই ছায়া,এই ছবি তারই কথা বলে।"
advertisement
কাদম্বরীর চরিত্রে অভিনয় করেছেন অঙ্কিতা চক্রবর্তী। এই কাদম্বরীর হাত ধরেই বহু বছর পর বড় পর্দায় ফিরলেন সাবিত্রী চট্টপাধ্যায়। এই ছবিতে কাদম্বরীর ঠাকুমার চরিত্রে তিনি অভিনয় করেছেন। চরিত্রটি অত্যন্ত রোমাঞ্চকর। সাবিত্রী চট্টপাধ্যায়ের চরিত্র নিয়ে খুব বেশি মুখ খুলতে চান না পরিচালক। এই চরিত্র একটা বড় চমক। সিনেমা হলে গিয়েই তা দেখতে হবে।
advertisement

অমিতাভ ভট্টাচার্যকেও অনেকবছর পর আবার ছবিতে দেখা যাবে। একজন লেখকের ভূমিকায় তিনি অভিনয় করেছেন।

সেকালের কাদম্বরী বিষ খেয়ে মুক্তি খুঁজছিলেন। একালের কাদম্বরী কীভাবে নিজের মুক্তি খুঁজবেন? সেই নিয়েই ছবি 'কাদম্বরী আজও'।
advertisement
ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রাজদীপ সরকার, বিশ্বজিত চক্রবর্তী, রুমকি চট্টপাধ্যায় প্রমুখ।

শিল্পী রূপঙ্কর বাগচী এবংসায়নী পালিতের কন্ঠে তিনটি রবীন্দ্রসঙ্গীত রয়েছে।
গোটা ছবির শুটিং হয়েছে কলকাতা এবং উত্তরবঙ্গর রিশপ, লোঁলেগাওতে। ছবিটি ইতিমধ্যেই ইন্দো-ফ্রাঁন্স এবং রিলস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার ছিনিয়ে নিয়েছে। ফ্রাঁন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ঠাঁই করে নিয়েছে এই ছবি।
advertisement
ছবিটি ২৩ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরায় একসঙ্গে রিলিজ করবে।
Location :
First Published :
August 30, 2022 1:51 PM IST