শ্রেয়ার সুরে গণেশ বন্দনা যেন ম্যাজিকের মতো! বুদাপেস্টে বেজে উঠল 'জয়দেব জয়দেব'

Last Updated:

Shreya Ghoshal : সম্প্রতি বিশ্বব্যাপী স্বীকৃত বুদাপেস্টের এক সিম্ফনি অর্কেস্ট্রা ট্র্যাকের সঙ্গে তাঁর গলায় গণেশ বন্দনা জাদু তৈরি করেছে

#মুম্বই: গণেশ চতুর্থী এলেই মন বলে পুজো প্রায় এসে গেছে৷ বুধবার গণপতির আরাধনায় রত সবাই৷ সৌভাগ্যের দেবতা গণেশের আরাধনায় জীবনে সুখ-সমৃদ্ধি আসে৷ তাই প্যান্ডেল হোক বা বাড়ি সুন্দর করে সাজিয়ে সিদ্ধিদাতার আরাধনায় মগ্ন সকলে। এরই মধ্যে সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের সোশ্যাল মিডিয়া পোস্টে গণেশ ভক্তি অন্য মাত্রা পেয়েছে।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়া পোস্ট করে গায়িকা তাঁর 'জয়দেব জয়দেব' গানের ঝলক শেয়ার করেছেন। সম্প্রতি বিশ্বব্যাপী স্বীকৃত বুদাপেস্টের এক সিম্ফনি অর্কেস্ট্রা ট্র্যাকের সঙ্গে তাঁর গলায় গণেশ বন্দনা জাদু তৈরি করেছে। গানের সঙ্গে সঙ্গেই বালি দিয়ে আঁকা হচ্ছে সিদ্ধিদাতাকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই মানুষ পছন্দ করছেন। জয়দেব জয়দেব আরতির এই সংস্করণটি গুলরাজ সিং প্রযোজনা করেছেন। গেয়েছেন শ্রেয়া ঘোষাল। আজ ইউটিউবে গানটি মুক্তি পেল।
advertisement
গায়িকা সোশ্যাল মিডিয়ায় তার কিছুটা অংশ পোস্ট করেছেন। তার ক্যাপশনে লিখেছেন, "জয়দেব জয়দেব🌹🙏🏻🌹 #গণেশচতুর্থীর অনেক শুভেচ্ছা সবাইকে। বুদাপেস্ট অর্কেস্ট্রার সঙ্গে @gulraj_singh পরিচালিত খুব সুন্দরভাবে সাজানো এই দিব্য আরতিটি গেয়েছেন।"
advertisement
প্রসঙ্গত, শ্রেয়া ঘোষাল- এই মুহূর্তের সর্বশ্রেষ্ঠ হিসেবে তিনিই পরিচিত। আন্তর্জাতিক স্তরেও তিনি খ্যাতনামা। গান ছাড়া সিনেমা কল্পনাই করতে পারে না বলিউড প্রেমীরা। চিত্রনাট্যেও গানের ভূমিকা থাকে বড়। কয়েকটি ছবি আবার তার গানের জন্যই মানুষের মনে থেকে যায়। প্রতি গানের জন্য ২০-২৫ লক্ষ লক্ষ টাকা পারিশ্রমিক নেন শ্রেয়া।
বাংলা খবর/ খবর/বিনোদন/
শ্রেয়ার সুরে গণেশ বন্দনা যেন ম্যাজিকের মতো! বুদাপেস্টে বেজে উঠল 'জয়দেব জয়দেব'
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement