প্রসঙ্গত, এই গানটি ছিল অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুর করা প্রথম গান। দাদা অরিন্দম বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তিনি প্রথম এই ছড়াটির সুর তৈরি করেন। অভিজিতের ছেলে বিশিষ্ট সঙ্গীত পরিচালক জনাব অমিত বন্দ্যোপাধ্যায় এই ঐতিহাসিক গানটি নতুন ভাবে বাংলা সঙ্গীত শ্রোতাদের সামনে উপস্থাপন করেছেন।
advertisement
আরও পড়ুন: চেঞ্জিং রুমে প্রেমিকার সঙ্গে অবাধ মিলন, সিদ্ধার্থ মালহোত্রার রঙিন জীবন কোনও সিনেমার থেকে কম নয়
বাংলা সঙ্গীত জগতের প্রায় সমস্ত তারকা একটি মৌলিক বাংলা গান গাইতে একত্রিত হয়েছে। স্বর্গীয় সুরকার-গীতিকার শ্রী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে তাঁদের আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেছেন। সম্পূর্ণ পরিকল্পনা এবং ব্যবস্থাপনা করেন অমিত বন্দ্যোপাধ্যায়।
গানটিতে অভিনয় করেছেন অভিজিতের ছেলে অমিত বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সুরকার সুধীন দাশগুপ্তের ছেলে সৌম্য দাশগুপ্ত এবং সলিল চৌধুরীর ছেলে সঞ্জয় চৌধুরী। একক সঙ্গীতশিল্পীদের মধ্যে রয়েছেন বিশিষ্ট গায়ক নচিকেতা চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র, সৈকত মিত্র, নন্দিতা, রূপঙ্কর, রাঘব চট্টোপাধ্যায়, অন্বেষা, শ্রীকান্ত আচার্য, অন্তরা চৌধুরী, জয়তী চক্রবর্তী, গৌরব সরকার, প্রখ্যাত বাচিক শিল্পী দেবাশিস বসু প্রমুখ। গান-বাজনা মিউজিক স্টুডিওতে রেকর্ডিং হয়েছে। ভিডিওটি পরিচালনা ও সম্পাদনা করেছেন সুরজিত চক্রবর্তী ও তনুশ্রী চক্রবর্তী।