Sidharth Malhotra: চেঞ্জিং রুমে প্রেমিকার সঙ্গে অবাধ মিলন, সিদ্ধার্থ মালহোত্রার রঙিন জীবন কোনও সিনেমার থেকে কম নয়
- Published by:Rachana Majumder
Last Updated:
Sidharth Malhotra: সম্পর্ক ভেঙেছে সেই কবেই। তবে সময়ের সঙ্গে তিক্ততা হয়েছে মলিন। মুছেছে মান-অভিমান। তাই বোধ হয় প্রাক্তনকে জীবনের নতুন অধ্যায়ের জন্য অনায়াসে শুভেচ্ছা জানাতে পারলেন আলিয়া ভাট।
advertisement
মণীশ মালহোত্রার ডিজাইন করা লহেঙ্গায় সেজে ওঠেন বর-কনে। হালকা গোলাপি রঙে ঝলমল করছেন কিয়ারা। ঘিয়ে রঙা শেরওয়ানিতে বেশ মানিয়েছে দুলহে রাজাকে। মাথায় তাঁর পাগড়ি। অন্যদিকে কনের ওড়নাও হালকা গোলাপি রঙের। কিয়ারার গলায় ও কানে সবুজ পাথরের গয়না। শেরশাহ' ছবি থেকে সফর শুরু। সাতপাক ঘুরে এ বার নতুন সংসার শুরু করছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী।
advertisement
advertisement
advertisement