সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সস্ত্রীক এ আর রহমান। সেখানে পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন শিল্পী। তাঁর পাশেই ছিলেন স্ত্রী সায়রা বানু। সেখানেই স্বামীকে নিয়ে নিজের বক্তব্য রাখতে যাচ্ছিলেন তিনি। তখনই স্ত্রীকে হিন্দিতে কথা বলতে বারণ করেন রহমান।
ভাইরাল সেই ভিডিওয় প্রথমে রহমানকে কথা বলতে দেখা যায়। তিনি বলেন, "আমার বারবার নিজের সাক্ষাৎকার দেখতে ভাল লাগে না। কারণ আমার নিজের কণ্ঠস্বর পছন্দ নয়।"
advertisement
আরও পড়ুন: সলমন খানের প্রথম প্রেমিকা কে? কিয়ারার এই কাকিমার জন্য দীর্ঘক্ষণ কলেজের বাইরে অপেক্ষা করতেন ভাইজান
আরও পড়ুন: ভূস্বর্গে শাহরুখ, বরণ করে নেওয়া হল ফুলের তোড়া এবং কাশ্মীরি শালে
এর পরেই সঞ্চালক রহমানের স্ত্রীকে নিজের বক্তব্য রাখার জন্য অনুরোধ করেন। সায়রা কথা শুরু করার আগেই রহমান তাঁকে বলেন, "হিন্দি নয়, তামিলে কথা বলো।" এর পরেই খানিক লজ্জা পেয়ে যান সায়রা। দর্শকদের মধ্যে ওঠে হাসির রোল। সায়রা স্বীকার করে নেন, তিনি বিশেষ ভাল তামিল বলতে পারেন না। মঞ্চে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলেন সায়রা।
দীর্ঘ কেরিয়ারে নানা ভাষায় গান তৈরি করেছেন রহমান। তবে আগাগোড়াই তামিল ভাষার পক্ষে আওয়াজ তুলেছেন তিনি।