মূল ঘটনার আগে হোটেলের ঘরে হোটেল মালিক ও তাঁর সঙ্গে এক পুরুষ ও এক মহিলার দেখা মিলেছিল। ২ জানুয়ারির ঘটনা এটি। আর তারপরই খুন হন ওই মডেল। খুনের পর হোটেল থেকে টেনেহিঁচড়ে বার করা হয় তাঁর দেহ। তারপর তোলা হয় বিএমডব্লিউতে। এই সম্পূর্ণ ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। পঞ্জাবের বিভিন্ন জায়গায় চালানো হয়েছে তল্লাশি। তারপর তাঁরা অভিযুক্তকে গ্রেফতারও করেন।
advertisement
জানা গিয়েছে কুখ্যাত গ্যাংস্টারের সঙ্গে নাকি মৃতার সম্পর্ক ছিল। ২০১৬ সালে মুম্বইয়ে এনকাউন্টারে মৃত্যু হয় ওই গ্যাংস্টারের। এই ঘটনার পর নিজেদের নিরাপত্তা নিয়ে স্বাভাবিক ভাবেই চিন্তিত হয়ে পরে মডেলের পরিবার। মডেলের মা পুলিশের কাছে অভিযোগ জানান মেয়ের মৃত প্রেমিকের ভাই-বোন ও অভিযুক্তর নামে।
আরও পড়ুন: নতুন বছরের শুরুতে পরম-পিয়া সঙ্গে বিশেষ মানুষরা! সেই ছবি নিয়েই শোরগোল নেটদুনিয়ায়
তিনি তখন জানান তাঁর মেয়েকে নাকি খুনের চেষ্টা করা হচ্ছে। সেই সময় থেকেই পঞ্জাবি ওই মডেলের উপর রাগ অভিযুক্তের। তবে সে ঘটনার পর বেশ কয়েক বছর কেটে গিয়েছে। ওই গ্যাংস্টারের মৃত্যুতে এই মডেলের বিরুদ্ধেই নাকি মূল অভিযোগ ছিল। তবে গত বছরই আদালত থেকে জামিন পান তিনি। কিন্তু নতুন বছরেই তাঁকে খুন হতে হল।