এই ধরনের মাধ্যম চালু হওয়ায় গ্রাম বাংলার বহু প্রতিভাবান মানুষ জনসম্মুখে এসেছেন। গ্রাম বাংলার ছেলে মেয়ে ও নাট্যকর্মীদের নিয়ে এবার তমলুকের কিছু যুবক মিলে তৈরি করল পূর্ণ দৈর্ঘ্যের ছায়াছবি। যার নাম “শেষ বৃষ্টি”। আর এই সিনেমারই পোস্টার উন্মোচন হল।
বর্তমান সময়ে সিঙ্গেল স্ক্রিন সিনেমার বেহাল অবস্থা। কিন্তু তা সত্বেও সম্পূর্ণ মফসলের প্রতিভারা এক হয়ে সম্পূর্ণ দৈর্ঘ্যের একটি থ্রিলার সিনেমা নির্মাণ করল। বাবা ছেলের সম্পর্কে কথা এই থ্রিলার মুভিতে তুলে ধরা হয়েছে বলে জানান সিনেমার পরিচালক। সিনেমাটি আগামী ২৩ জুলাই তমলুকের সুবর্ণ জয়ন্তী ভবনে মুক্তি পাচ্ছে। তার আগে তমলুকের একটি প্রেক্ষাগৃহে সাংবাদিক বৈঠকের পাশাপাশি সিনেমার পোস্টার লাঞ্চ করলো পরিচালক রাকেশ ভৌমিক ও প্রোডাকশন ম্যানেজার, লেখক শুভজিৎ সাহু।
advertisement
আরও পড়ুন: স্কুলে গড়ে ওঠা পুরনো বন্ধুত্ব ঝালিয়ে নিতেই রূপনারায়ন পাড়ে ‘ইলিশ উৎসব’ তমলুকে
তমলুক শহর থেকে এই প্রথম পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা নির্মাণ হল। এ বিষয়ে নির্মাতারা জানান, ‘গ্রাম বাংলার ছেলে মেয়েদের তুলে ধরার লক্ষ্যে তারা ২০১৮ সাল থেকে এই সিনেমার কাজ শুরু করে। মাঝে কয়েকটা বছর করোনার কারণে কাজ করা সম্ভব হয়নি। শেষমেশ আগামী ২৩ জুলাই তা মুক্তি পেতে চলেছে।
আরও পড়ুন: পৌর এলাকাকে ডেঙ্গি মুক্ত রাখতে বিশেষ উদ্যোগ তাম্রলিপ্ত পৌরসভার
গ্রামের কয়েকজন ছেলে মিলে ছবিটি বানানো হয়েছে। জেলার মূলত তমলুক, মহিষাদল, মেচেদার বিশেষ বিশেষ জায়গায় ছবিটির শুট হয়েছে। বাবা ছেলের ভাল-মন্দ সম্পর্কের কাহিনি এই ছবিতে তুলে ধরা হয়েছে। তারা আশা করছেন ছবিটি সব বয়সের মানুষের ভালো লাগবে।
Saikat Shee