রবিবার, ২২ জানুয়ারি পাওয়া তথ্য অনুযায়ী, ছবি মুক্তি পাওয়ার আগেই ১৮ কোটি টাকা ঘরে চলে এসেছে। কেবল প্রথম দিন, ২৫ জানুয়ারির হিসেব এটি। ওদিনের জন্য এখনও পর্যন্ত প্রি বুকিংয়ে ৩ লক্ষেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। এই রমরমার মাঝেই আগাম টিকিট পাচ্ছেন না দর্শকদের একাংশ। আর তা নিয়েই নেটমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন এক শাহরুখ অনুরাগী। শুধু তাই নয় সেই ব্যক্তি হুমকি দেন, 'পাঠান'-এর টিকিট না পেলে তিনি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন।
advertisement
আরও পড়ুন: বনি যে রাজনৈতিক দলে যোগ দেবে, জানতাম না, খবর পেয়ে ফোন অফ করে কাজে মন দিই: কৌশানী
আরও পড়ুন: ‘বেঁটে বর...!' বিয়ের রেশ না কাটতেই স্বামীকে নিয়ে জঘন্য ট্রোল! কী বললেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়
একটি জলাশয়ের সামনে দাঁড়িয়ে ভিডিও করে সেই ব্যক্তি নিজেকে শেষ করে ফেলার হুমকি দিয়েছেন। তিনি বলছেন, "যদি আমি 'পাঠান' না দেখতে পারি আর শাহরুখের সঙ্গে যদি আমার দেখা না হয়, তা হলে ২৫ তারিখ আমি এখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব।'
নিজের সিদ্ধান্তের কথা জানিয়েই কাতর কণ্ঠে সকলের কাছে 'পাঠান'-এর টিকিট জোগাড় করে দেওয়ার অনুরোধ জানান সেই যুবক।
