মাধ্যাকর্ষণকে তুড়ি মেরে উড়ে উড়ে বেড়াত কৃষ। সেই দৃশ্যগুলি দেখে মুগ্ধ পড়ুয়া সিদ্ধান্ত নেয়, তার স্কুলের বন্ধুদের ওরকম স্টান্ট নকল করে দেখাবে। জল ভরার নাম করে ক্লাস থেকে বেরিয়ে যায় ছাত্র। সঙ্গে ছিল তার বন্ধুরা। দোতলার রেলিং থেকে ঝাঁপ দেয় নীচে। কিন্তু সে যেমনটা ভেবেছিল, তেমন ঘটেনি। হাতে, পায়ে, নাকে গুরুতর চোট পায় ৮ বছরের ছাত্র। সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষ তাকে নিয়ে বেসরকারি হাসপাতালে ছোটে।
advertisement
আরও পড়ুন: বিমানবন্দরের ধাঁচে রেল স্টেশন, অমৃত স্টেশনের আওতায় ১৩০৯টি স্টেশনে কী কী থাকবে জানেন!
আরও পড়ুন: নিকোপার্কে রাইড চড়াকে কেন্দ্র করে বচসা, সিনিয়র অফিসারকে মারধর করে গ্রেফতার পাঁচ!
স্কুলের প্রধান শিক্ষক পরবর্তীতে সংবাদমাধ্যমে জানিয়েছেন, অন্য কোনও ছাত্র তাকে জোর করেনি। সে নিজেই সুপারহিরোর স্টান্ট নকল করার সিদ্ধান্ত নেয়। এর আগেও নিজের মায়ের কাছে কৃষের স্টান্ট নকল করার ইচ্ছাপ্রকাশ করেছিল এই ছাত্র।
শিশুমনে একটি চলচ্চিত্রের প্রভাব কীভাবে পড়তে পারে, তারই মর্মান্তিক এক উদাহরণ মিলল এই ঘটনায়। কোনটা বাস্তব, কোনটা পর্দা, তার মধ্যে পার্থক্য করতে পারে না বাচ্চারা। আর তারই খেসারত দিতে হল ৮ বছরের খুদেকে।