Nicco Park Incident : নিকোপার্কে রাইড চড়াকে কেন্দ্র করে বচসা, সিনিয়র অফিসারকে মারধর করে গ্রেফতার পাঁচ!

Last Updated:

Nicco Park Incident : অফিসারকে গুরুতর আহত অবস্থায় বিধাননগর সাব ডিভিশনাল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার মূল অভিযুক্ত-সহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।

নিকোপার্ক
নিকোপার্ক
বিধাননগর: নিকোপার্কে রাইড চড়াকে কেন্দ্র করে বচসা। নিকো পার্কের অপারেশন ডিপার্টমেন্টের সিনিয়র অফিসারকে মারধর। গুরুতর আহত অবস্থায় সেই অফিসারকে ভর্তি করা হয় বিধাননগর সাব ডিভিশনাল হাসপাতালে। এই ঘটনায় পাঁচজন মূল অভিযুক্ত-সহ পাঁচ জনকে আটক করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
advertisement
পুলিশ সূত্রে খবর, শনিবার পাঁচ যুবক নিকো পার্কে রাইড চড়তে যাওয়ার সময় লাইনে দাঁড়াতে অস্বীকার করেন। সেই সময় নিকো পার্কের অপারেশন ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার মলয় চট্টোপাধ্যায় তাঁদের বাধা দিতে গেলে তাদেঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। সেই সময় ওই পাঁচ যুবক মলয়বাবুকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ।
advertisement
অফিসারকে গুরুতর আহত অবস্থায় বিধাননগর সাব ডিভিশনাল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার মূল অভিযুক্ত মুক্তার আলম, মহম্মদ শাহজাদ আলম, আফরোজ আলম, মহম্মদ ফিরোজ আলম এবং মহাম্মদ সেলিমকে আটক করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হয়। কী কারনে এই ঘটনা ঘটল, সে বিষয়ে তদন্ত করে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
advertisement
অনুপ চক্রবর্তী
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Nicco Park Incident : নিকোপার্কে রাইড চড়াকে কেন্দ্র করে বচসা, সিনিয়র অফিসারকে মারধর করে গ্রেফতার পাঁচ!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement