South 24 Parganas News: প্রায় ৩৭ দিন সাইকেল চালিয়ে চারধাম ঘুরে এলেন বজবজের দুই যুবকের

Last Updated:

South 24 Parganas News: পথে একাধিক ছোট বাধা এসেছিল ওই যুবকদের। তবে তাঁদের উদ্যমের কাছে সেই বাধা হার মানে। সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ফিরে এসে এক অন‍্য জগৎকে উপলব্ধি করেছেন তাঁরা।

+
প্রায়

প্রায় ৩৭ দিন সাইকেল চালিয়ে চারধাম ভ্রমণ বজবজের ২ যুবকের

বজবজ: চারধাম যাত্রা, হিন্দু ধর্মাবলম্বী মানুষজনের কাছে এক স্বপ্ন। সেই স্বপ্নপূরণ করতে প্রতিবছর ছুটে যান লাখ লাখ পূণ্যার্থী। এই চারধামের মধ্যে শোনা যায় কেদারনাথে স্বর্গ থেকে হাওয়া আসে। সেই হাওয়াই এবার খেয়ে আসলেন বজবজের দুই যুবক, রাকেশ দাস ও লক্ষণ মণ্ডল।
গত ২ জুন বাড়ি থেকে বের হয়েছিলেন ওই যুবকরা। সে সময় তাঁদের বিদায় জানাতে অনেকেই উপস্থিত হয়েছিলেন সেখানে‌। প্রায় ৩৭ দিন সাইকেল চালিয়ে তবেই লক্ষ্যে পৌঁছান তাঁরা। ৮ জুলাই বদ্রীনাথে পৌঁছান তাঁরা। এরপর আবারও শুরু হয় বাড়ি ফেরার পালা।
advertisement
advertisement
পথে একাধিক ছোট বাধা এসেছিল ওই যুবকদের। তবে তাঁদের উদ্যমের কাছে সেই বাধা হার মানে। সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ফিরে এসে এক অন‍্য জগৎকে উপলব্ধি করেছেন তাঁরা।
বাড়ি থেকে তিনি যখন সাইকেল নিয়ে বের হয়েছিলেন তখন পাশে পেয়েছিলেন তাঁদের বাবা, মা ও গ্রামবাসীদের। তবে ফিরে আসার সময় তাঁর পরিচিতি ছড়িয়েছিল বহু দূর। বাড়ি ফেরার সময় এলাকার লোকজন তাঁদের ফুলের মালা গলায় দিয়ে সংবর্ধনা জানায়।
advertisement
এর আগে সাইকেলে চেপে অনেক জায়গায় ভ্রমণ করেছেন তাঁরা। লাদাখও গিয়েছিলেন। যাত্রা শুরুর প্রথম ২০ দিনের মাথায় তাঁরা পৌঁছান যমুনোত্রী। এরপর ৪ দিনের মাথায় তাঁরা পৌঁছান গঙ্গোত্রীতে। এরপর কেদারনাথ হয়ে বদ্রীনাথ।
এ নিয়ে রাকেশ দাস জানান, তাঁরা মনের ইচ্ছার জেরেই পাড়ি দিয়েছিলেন চারধামের উদ‍্যেশ‍্যে। তবে যাঁরা তাঁর মতো কেদারনাথ যেতে চান সকলকেই তিনি একা না যাওয়ার পরামর্শ দিয়েছেন। ভবিষ্যতে সাইকেলে করে ভারত ভ্রমণের পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন তিনি।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: প্রায় ৩৭ দিন সাইকেল চালিয়ে চারধাম ঘুরে এলেন বজবজের দুই যুবকের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement