West Bengal Panchayat Election 2023 Result (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ) Check LIVE
কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, প্রচার কর্মসূচিতে কোনও বাইক মিছিল চলবে না৷ রাজনৈতিক প্রচারে মোটরবাইক মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ৷
আরও পড়ুন: আজ থেকেই শুরু মনোনয়ন জমা! হাতে সময় মাত্র ৬ দিন, বিশৃঙ্খলা রুখতে কী কী করছে কমিশন?
advertisement
এছাড়া, জেলা পরিষদের নির্বাচনে যাঁরা প্রার্থী হবেন, তাঁদের ক্ষেত্রে প্রচারের জন্য একটি করে চার চাকা গাড়ির অনুমতি দেওয়া হবে।
পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েতের যাঁরা প্রার্থী হবেন, তাঁরা চার চাকা গাড়ি নিয়ে প্রচার করতে পারবেন না। সেক্ষেত্রে, তাঁরা শুধুমাত্র দু’চাকা বা তিন চাকার যানবাহন ব্যবহার করতে পারবেন।
যখন কোনও রোড শো হবে, শুধুমাত্র চারটি গাড়িকেই প্রচারের জন্য অনুমতি দেওয়া হবে। রাজনৈতিক দলগুলি নির্বাচন কমিশনের এই নির্দেশিকা না মানলে আইন অনুযায়ী কড়া পদক্ষেপ করা হবে বলেও জানা গিয়েছে। ইতিমধ্যেই এই নির্দেশিকা বিভিন্ন জেলা প্রশাসনের কাছে পৌঁছে দিয়েছে নির্বাচন কমিশন।
Panchayat Election 2023 Date: ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করেও সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানা গিয়েছে। জানানো হয়েছে, পঞ্চায়েত অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ১০০ মিটারের মধ্যে শুধুমাত্র একটি গাড়ি প্রবেশ করতে পারবে৷ মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে থাকতে পারবে শুধুমাত্র দুজন। এই নিয়ম মানা হচ্ছে কিনা, তার জন্য প্রত্যেকটি জায়গায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা নজরদারি করবেন।