কয়েক দিন আগে সিঙ্গুরে তৃনমূল কর্মীর বাড়িতে দই খেয়ে রচনা বলেছিলেন সিঙ্গুরের জমির ঘাস খেয়ে গরু হৃষ্টপুষ্ট হয়। আর সেই গরুর দুধ থেকে ভাল দই হয়। আমি যখনই বাড়ি যাব তখন দই নিয়ে যাব। আর আজ ঘুগনি খেয়ে বলেন, খুব ভাল ঘুগনি। আমার বাড়ির থেকেও ভাল। এখানে সবই ভাল, ঘুগনীও ভাল। আমি তো শুধু খাওয়ার মধ্যেই আছি। নিজে খাচ্ছি, অন্যদেরও খাওয়াচ্ছি।
advertisement
লকেট চট্টোপাধ্যায় বলেছেন রচনা বন্দ্যোপাধ্যায় ছুটি নিয়ে এসেছেন হেরে গিয়ে আবার দিদি নম্বর ওয়ান চলবে। রাজনীতিতে একেবারেই অনভিজ্ঞ।
রচনা সেই প্রসঙ্গে বলেন,আমি ছুটি নিয়ে আসিনি। আমি ওঁর মত নই, ও তো ছুটি নিয়ে এসেছিল পাঁচ বছর আগে। আমি রাজনীতিতে নতুন কিন্তু মন থেকে করবো তো! আর মন থেকে যেটা করা যায় সেখানে জয়ী হওয়া যায়।
advertisement
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
March 28, 2024 5:09 PM IST