কে এই সন্তোষ? কেনই বা ফুল হাতে শুভেচ্ছা জানাচ্ছেন সুজাতা মণ্ডলকে? দলের আর পাঁচটা কর্মীর মতোই, দলের সক্রিয় এক কর্মী সন্তোষ। সূত্রের খবর অনুযায়ী সন্তোষ পেয়েছেন এটি বিশেষ গাড়ি, সঙ্গে পাচ্ছেন ‘প্রতিবন্দী ভাতা’।
আরও পড়ুনঃ এক কল্যাণে রক্ষে নেই, সঙ্গে আরও দুই! শ্রীরামপুর লোকসভায় ৩ কল্যাণের লড়াই
বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল সাক্ষাৎ করছেন সন্তোষ নামে এক দলীয় কর্মীর সঙ্গে। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিশেষভাবে সক্ষম সন্তোষের উদ্দেশ্যে প্রার্থী বলছেন, “মাকে প্রণাম করো। তোমরা রয়েছ বলেই দল বেঁচে আছে। খুব ভাল থেকো, শরীর ভাল রাখো।
advertisement
চতুর্থ দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। এ বার অপেক্ষা পঞ্চম দফা এবং অবশেষে ২৫ মে। নির্বাচনকে সামনে রেখে, প্রতিটি হেভিওয়েট প্রার্থী সেরে ফেলছেন নির্বাচনী প্রচার। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল নজর কেড়েছেন জনগণের প্রতি তার সাবলীল আচরণের ফলে, সঙ্গে নিত্য নতুন প্রচার কৌশল তো রয়েছেই।
নীলাঞ্জন ব্যানার্জী