বীরভূম লোকসভা কেন্দ্রে মোট বুথ সংখ্যা ১৯৪৩, মোট কেন্দ্রীয় বাহিনী ১৩১ কোম্পানির, মোট রাজ্য পুলিশ ৬১৭২ জন, নাকা পয়েন্ট ৯৪টি, স্পর্শকাতর সংখ্যা ৪০৭ ক্যামেরা এবং ওয়েব কাস্টিং ১৯৪৩ বুথে। দায়িত্বে রয়েছেন সাধারণ পর্যবেক্ষক রবিকান্ত, পুলিশ পর্যবেক্ষক বিজয় সিং। মোট ভোটার সংখ্যা ৯ লক্ষ ৩৪ হাজার ১৪ জন। মোট প্রার্থী ১২ জন।
advertisement
আরও পড়ুনঃ সোমবার কোন কোন জেলায় ঝড়বৃষ্টি? মঙ্গল থেকে বাড়বে তাপমাত্রা! ফের তাপপ্রবাহ বাংলায়? লেটেস্ট আপডেট
অন্যদিকে, বোলপুর লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৮ লক্ষ ৩৯ হাজার ২৩৪ জন। মোট প্রার্থী ৮ জন। বিধানসভার সংখ্যা সাতটি কেতুগ্রাম, মঙ্গলকোট, আউসগ্রাম, বোলপুর, নানুর, লাভপুর, ময়ূরেশ্বর। মোট বুথ সংখ্যা ১৯৩৯ টি, মোট কেন্দ্রীয় বাহিনী ৬৫ কোম্পানি মোট রাজ্য পুলিশ ৩০৮৬ নাকা পয়েন্ট ১৪টি, স্পর্শকাতর বুথ ৬৪০টি। ক্যামেরা এবং ওয়েবকাস্টিং প্রায় সমস্ত বুথে। দায়িত্বে রয়েছেন সাধারণ পর্যবেক্ষক রাজেন্দ্র ভারুড, পুলিশ পর্যবেক্ষক বিজয় সিং।
এ দিন সকালে মা তারার মন্দিরে পুজো দেওয়ার পরেই রামপুরহাটের নিজের ফ্ল্যাট থেকে বেরোলেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। আর এরপরই তিনি প্রত্যেক বুথে বুথে গিয়ে পরিদর্শন করেন ঠিকঠাক ভাবে ভোট প্রক্রিয়া চলছে কিনা। পাশাপাশি বিভিন্ন লোকজনদের সঙ্গে কথা বলেন।
সৌভিক রায়