TRENDING:

TMC Manifesto: 'মোদির গ্যারান্টি'র বিরুদ্ধে 'দিদির শপথ'! তৃণমূলের ইস্তেহারে বিপুল চমক! বিনামূল্যে ১০ সিলিন্ডার?

Last Updated:

TMC Manifesto: বুধবার অমিত মিত্র, ডেরেক ও'ব্রায়েন, চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে ইস্তেহার প্রকাশ করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: লোকসভা নির্বাচনের ইস্তেহার নিয়ে ফের কেন্দ্রের বঞ্চনাকে হাতিয়ার করল তৃণমূল কংগ্রেস। ইস্তেহারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হল মহিলাদের সামাজিক ও অর্থনৈতিক সুবিধার বিষয়ে। এ ছাড়া ১০০ দিনের কাজের প্রাপক দিন পিছু বাড়ানোর বিষয় উল্লেখ থাকল এই ইস্তেহারে। এ ছাড়া উত্তরবঙ্গের জন্য একাধিক বিষয় উল্লেখিত তৃণমূলের ইস্তেহারে।
তৃণমূলের ইস্তেহার প্রকাশ
তৃণমূলের ইস্তেহার প্রকাশ
advertisement

বুধবার অমিত মিত্র, ডেরেক ও’ব্রায়েন, চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন। সেই সাংবাদিক বৈঠকেই অমিত মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন প্রসঙ্গ আলাদা করে উল্লেখ করেন। একই সঙ্গে বিজেপির উদ্দেশ্যে বলেন, ”ইস্তেহারে বিজেপি সরকারের মিথ্যা প্রতিশ্রুতি খুঁজে পাবেন। ইচ্ছাকৃত বঞ্চনা। এর সঙ্গে এমন একটা মনোভাব মানুষকে অসম্মান করা। খুঁজে পাবেন আবেদনে। মানুষের অন্ন বস্ত্র বাসস্থান ছিনিয়ে নিচ্ছে।” একই সঙ্গে এবারের ইস্তেহারকে তৃণমূলের তরফ থেকে বলা হয়, ”দিদির শপথ”!

advertisement

আরও পড়ুন: ‘মোদি যদি কোনও ভাবে জিতে যায়…’, অসম থেকে সতর্ক করলেন মমতা!

তৃণমূল ইস্তেহারে উল্লেখ, সমস্ত জব কার্ড হোল্ডারদের ১০০ দিনের আয় এবং ৪০০ টাকা নুন্যতম মজুরি। দেশজুড়ে বাড়ি। সমস্ত দরিদ্রদের পাকা বাড়ি। জ্বালিনির জ্বালা কমবে। বিপিএল পরিবারকে বিনামূল্যে দশটি সিলিন্ডার। অনেক হয়েছে শাসন, এবার দুয়ারে রেশন। পাঁচ কেজি বিনামূল্যে শস্য দেওয়া হবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তৃণমূল জানিয়েছে, ”আমাদের অঙ্গীকার নিরাপত্তা বাড়বে সবার৷ প্রান্তিক মানুষ, তপশিলি উপজাতিদের উচ্চশিক্ষা বৃত্তি বাড়ানো হবে। ৬০ বছরের উর্ধে ১২ হাজার টাকা করা হবে বার্ধক্য ভাতা। ফুটবে হাসি অন্নদাতার। নূন্যতম সহায়ক নূন্যতম আইনত গ্যারান্টি ৫০% বেশি। সিএএ বিলুপ্ত করা হবে৷ এনআরসি বন্ধ করা হবে৷ ইউনিফাইড সিভিল কোর্ড ভারত জুড়ে নয়। মহিলা অধিকার বাংলায় দিদি দিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডার থেকে ১০০০ ও ১২০০ টাকা পাচ্ছে। কেন্দ্র দেবে বাংলাও দেবে। দ্বিগুণ হবে।” তৃণমূলের ইস্তেহারে আরও উল্লেখ, এলপিজি মানুষ বিনামূল্যে পেলে ব্যবহার করবে। এখন আগে ৮৫০ টাকা আগে দাও। পরে ৩০০ ব্যাঙ্কে যাবে। কিন্তু কাঠখুটো জ্বালনো বন্ধ হয়ে যাবে।”

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
TMC Manifesto: 'মোদির গ্যারান্টি'র বিরুদ্ধে 'দিদির শপথ'! তৃণমূলের ইস্তেহারে বিপুল চমক! বিনামূল্যে ১০ সিলিন্ডার?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল