Mamata Banerjee at Assam: 'মোদি যদি কোনও ভাবে জিতে যায়...', অসম থেকে সতর্ক করলেন মমতা!

Last Updated:

Mamata Banerjee at Assam: তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ''আপনাদের এখানে কোনও অত্যাচার হলে বাংলা আছে আপনাদের সঙ্গে।

অসমে মমতা
অসমে মমতা
শিলচর: বাংলা ছেড়ে লোকসভা ভোটের প্রচারে এবার অসমের শিলচরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই নরেন্দ্র মোদিকে আক্রমণ শানালেন মমতা। তৃণমূল নেত্রী বলেন, ”কখনও কখনও ভয় দেখিয়ে টাকার বান্ডিল দিয়ে দেবে। রোজ রোজ ভয় কেন? কাকে ভয় পাবেন? এবার যদি মোদি কোনও ভাবে জিতে যায়, দেশে কোনও গণতন্ত্র থাকবে না। দেশকে বেঁচে দেবে। আপনার চমকানি, ধমকানিতে আমি ভয় পাই না। আমাকে চমকাবেন, ধমকাবেন না।”
তৃণমূল নেত্রীর সংযোজন, ”আপনাদের এখানে কোনও অত্যাচার হলে বাংলা আছে আপনাদের সঙ্গে। বাংলা আপনাদের শেল্টার দেবে। আপনাদের এখানে লক্ষ্মীর ভাণ্ডার দেয়? আমাদের বাংলায় সব মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার পায়।”
advertisement
অসমের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ”আপনারা কিছু না দিতেই সুস্মিতা দেবকে এমপি করে দিয়েছি। আমাকে ভোট দিয়ে দেখুন। শিলচরে আসতে আসতে দেখলাম কিছুই নেই। আসতে আসতে আমাকে পার্টির স্লোগান দিচ্ছিল। আমার গায়ে তাতে ফোস্কা পড়বে না। এবার গো হারা হারবে। বলে গেলাম। আগে ২০০ পার করুন, তারপর সাঁতার কাটতে বেরোবেন।”
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Mamata Banerjee at Assam: 'মোদি যদি কোনও ভাবে জিতে যায়...', অসম থেকে সতর্ক করলেন মমতা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement