LIVE | লোকসভা নির্বাচন ২০২৪ প্রথম দফার ভোট
প্রসঙ্গত, আগামিকাল প্রথম দফায় রাজ্যে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে৷ রাজ্যপাল আগেই জানিয়েছিলেন, ভোটের দিন এই কেন্দ্রগুলির পরিস্থিতি নিজে উপস্থিত থেকে দেখতে চান তিনি৷ সেই মতো, আজই রাজ্যপালের আলিপুরদুয়ারে পৌঁছনোর কথা৷
আরও পড়ুন: আরও ২ সপ্তাহ এগিয়ে এল স্কুলের গরমের ছুটি, নির্দেশিকা জারি শিক্ষা দফতরের
advertisement
যদিও রাজ্যপালের এই সফর নিয়ে কমিশনেরও আপত্তি রয়েছে বলে সূত্রের খবর৷ গতকালই রাজ্যপালকে উত্তরবঙ্গের এই তিন কেন্দ্রে না যাওয়ার জন্য অনুরোধ করে কমিশনের পক্ষ থেকে রাজ ভবনে বার্তা পাঠানো হয় বলে খবর৷ তার পরেও অবশ্য রাজ্যপাল নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন বলে খবর৷
যদিও কমিশন সূত্রে খবর, রাজ্যপালের গতিবিধির উপরে কমিশনের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে৷ রাজ্যপাল আজ যদিও আলিপুরদুয়ার যাওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে বাগডোগরা বিমানবন্দরে অথবা আলিপুরদুয়ারে ঢোকার আগেই তাঁকে আটকাতে পারে কমিশন৷ তা না হলে আলিপুরদুয়ারে ঢুকতে দেওয়া হলেও রাজ্যপালকে কোথাও ঘুরতে দেওয়া হবে না বলেই কমিশন সূত্রে খবর৷
তৃণমূলের পক্ষ থেকে কমিশনে পাঠানো চিঠিতে সরাসরি অভিযোগ করা হয়েছে, ‘প্রচার বন্ধ হওয়ার পর সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটার নন, এমন রাজনৈতিক ভাবে প্রভাবশালী ব্যক্তিরা ভোটমুখী কেন্দ্রগুলিতে থাকতে পারেন না৷ রাজ্যপাল সি ভি আনন্দ বোস অতীতে উত্তরবঙ্গে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন৷ তিনি ভোটের আগের দিন এবং ভোটের দিন আলিপুরদুয়ারে উপস্থিত থাকলে অবাধ নির্বাচনে প্রভাব পড়তে পারে৷ ফলে তাঁর এই সফরকে ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপ বলেই গণ্য করা উচিত৷’
LIVE : West Bengal Lok Sabha Election 2024 Phase one Voting in Cooch Behar, Alipurduar and Jalpaiguri
সহ প্রতিবেদন- মৈত্রেয়ী ভট্টাচার্য