School Summer Vacation 2024: ২২ এপ্রিল থেকে শুরু স্কুলের গরমের ছুটি, নির্দেশিকা জারি শিক্ষা দফতরের
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
School Summer Vacation 2024: ২২ এ এপ্রিল থেকে গরমের ছুটির নির্দেশিকা জারি করল রাজ্যে স্কুল শিক্ষা দফতর। তবে প্রয়োজন হলে স্কুলে আসতে হবে শিক্ষক - শিক্ষিকাদের।
কলকাতাঃ ২২ এ এপ্রিল থেকে গরমের ছুটির নির্দেশিকা জারি করল রাজ্যে স্কুল শিক্ষা দফতর। তবে প্রয়োজন হলে স্কুলে আসতে হবে শিক্ষক – শিক্ষিকাদের।অতিরিক্ত গরমের ছুটির জন্য যে ক্ষতি হবে ছাত্র ছাত্রীদের তা অতিরিক্ত ক্লাস করিয়ে শেষ করতে হবে। মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ রাজ্যে স্কুল শিক্ষা দফতরের।
advertisement
তবে, দার্জিলিং ও কালিম্পং এ স্কুল খোলা থাকবে। পরর্বতীতে কবে স্কুল খুলবে তা জানাবে রাজ্যে। বৃহস্পতিবার নির্দেশিকায় জানাল রাজ্যে। আগে ৬ই মে থেকে গরমের ছুটি দেওয়ার কথা জানানো হয়েছিল। এবার সেই ছুটির সময়সীমা এগিয়ে আনা হল। বেসরকারি স্কুলগুলিকেও গরমের ছুটি এগোনোর আর্জি জানানো হবে।
advertisement
কয়েক দিন আগেই ১২ দিন বাড়িয়ে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছিল ৬ মে। এবং স্কুল খুলত ৩রা জুন। তবে, এবার কবে স্কুল খুলবে তা এখনও জানা যায়নি। প্রতিবছর গরমের ছুটি থাকে ৯ মে থেকে ২০ মে। এ বারে তা বাড়িয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন কারণের জন্য। ৬ মে থেকেই রাজ্যে গরমের ছুটি পড়ত। কিন্তু আবারও এগিয়ে আনা হল স্কুলের গরমের ছুটি।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 18, 2024 11:16 AM IST