প্রথমে দোকানে দোকানে গিয়ে তারপর চায়ের দোকান হয়ে টোটো স্ট্যান্ড এবং সবজি বিক্রেতার কাছেও ভোট দেওয়ার আবেদন করেন। অবশেষে একটি সেলুন দেখেই ঢুকে পড়েন সুজাতা। নাপিতের কাছ থেকে কাঁচি নিয়ে এক যুবকের চুল কাটতে শুরু করে দেন তিনি। ততক্ষণে সেলুনের বাইরে উৎসুক জনতার ভিড় জমে গিয়েছে। চোখ ছানাবড়া করে আসন্ন লোকসভা ভোটের তৃণমূল প্রার্থীর নাপিতের মতো চুল কাটার দৃশ্য দেখতে থাকেন মানুষ।
advertisement
আরও পড়ুন: সিবিআই তল্লাশির ২৪ ঘণ্টার মধ্যেই ভয়ঙ্কর অভিযোগ মহুয়া মৈত্রর! জমে গেল কৃষ্ণনগরের ভোট
মা ছিন্নমস্তার মন্দিরে দাঁড়িয়ে দলের জয় আশা করেন সুজাতা মণ্ডল। এদিকে সুজাতার প্রাক্তন স্বামী বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ’র ব্যাপারে জিজ্ঞেস করতেই তিনি বলেন, “পবিত্র জায়গায় অপবিত্র নাম না নেওয়াই ভাল।”
আরও পড়ুন: ইডি হেফাজতেই বড় কাণ্ড ঘটালেন অরবিন্দ কেজরিওয়াল! তুমুল শোরগোল, শুনলে চমকে উঠবেন!
ভোট যত এগিয়ে আসবে। বাড়বে প্রচার এবং জনসংযোগ। নতুন নতুন মৌলিক ছবি উঠে আসবে জন সাধারণের কাছে। সেই রকমই এক দৃশ্য, ভোট প্রার্থীর চুল কাটার ছবিও দেখল বাঁকুড়ার মানুষ।
—– নীলাঞ্জন ব্যানার্জী