TRENDING:

Rudranil Ghosh: দোলের দিন এ কী কাণ্ড রুদ্রনীল ঘোষের! 'মন' খারাপ BJP নেতার! কীসের ইঙ্গিত দিলেন অভিনেতা?

Last Updated:

Rudranil Ghosh: বাংলার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা বিজেপি ঘোষণা করলেও চারটি আসনে এখনও প্রার্থী দিতে পারেনি তারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এখনও বাংলায় বিজেপির চারটে কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা বাকি। সেই কেন্দ্রে প্রার্থী হওয়ার বিষয়ে আশাবাদী বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। প্রার্থী হওয়ার মাপকাঠি কী? প্রশ্ন তুললেন রুদ্রনীল। মন খারাপ হলেও দলে থেকেই লড়াই করব। বললেন রুদ্রনীল। দীর্ঘ অপেক্ষার পরও অসম্পূর্ণ রয়ে গিয়েছে বিজেপির প্রার্থী তালিকা। প্রসঙ্গত, দোলের দিনই বিজেপির কমপক্ষে ৭৭ টি হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন রুদ্রনীল। যা নিয়ে জল্পনা শুরু হয়, তবে কি বিজেপি ছাড়ছেন রুদ্রনীল?
রুদ্রনীলের ক্ষোভ!
রুদ্রনীলের ক্ষোভ!
advertisement

বাংলার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা বিজেপি ঘোষণা করলেও চারটি আসনে এখনও প্রার্থী দিতে পারেনি তারা। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আসন হল ডায়মন্ডহারবার। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখনও প্রার্থী দিতে পারেনি বিজেপি। রবিবার রাতে নয়াদিল্লিতে বিজেপির সদর দফতর থেকেই ঘোষণা করা হয় বাংলার ১৯টি আসনের প্রার্থীদের নাম। আগে ১৯ জনের নাম ঘোষণা করা হয়েছিল। সুতরাং সর্বমোট ৩৮টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি থাকল চারটি। সেখানে তৃণমূল কংগ্রেস জনতার দরবারে দাঁড়িয়ে একসঙ্গে ৪২টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে দেয়।

advertisement

আরও পড়ুন: রাতে ঘুরল খেলা! পরাস্ত এবিভিপি, JNU বামেদেরই! সব আসনের রংই লাল

বাংলায় বিজেপির প্রার্থী তালিকা নিয়ে বারবার বৈঠকে বসেছে বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে পৃথক কোর কমিটির বৈঠকও হয়। এত কিছুর পরও ডায়মন্ডহারবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী খুঁজে পেল না বিজেপি। প্রতিদ্বন্দ্বিতা করার মতো মুখ ডায়মন্ডহারবার–সহ আরও তিন কেন্দ্রে প্রার্থী দিতে পারেনি বিজেপি। সেগুলি হল—বীরভূম, আসানসোল এবং ঝাড়গ্রাম।

advertisement

আরও পড়ুন: মেদিনীপুর থেকে সোজা বর্ধমান-দুর্গাপুর, এই এক কারণেই নিজের সিট থেকে সরলেন দিলীপ ঘোষ!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রথম দফার প্রার্থী তালিকায় বিজেপি বাংলার ২০টি আসনে নাম ঘোষণা করেছিল। তখন আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী ভোজপুরী গায়ক পবন সিং সরে দাঁড়ান। তখন থেকেই খালি এই আসনে বিজেপি প্রার্থী। যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দ্বিতীয়বার হয়েছেন শত্রুঘ্ন সিনহা। এখান থেকে তিনি জয়ী সাংসদ। এবার আবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এখনও পাননি প্রতিদ্বন্দ্বী। দ্বিতীয় দফার প্রার্থী তালিকাতেও ১৯টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। সূত্রের খবর, এখনও বাংলার ডায়মন্ডহারবার, বীরভূম, ঝাড়গ্রাম এবং আসানসোলের প্রার্থী নিয়ে ঐকমত্যে পৌঁছতে পারেনি বিজেপি শীর্ষ নেতারা। সেই কোনও আসনে রুদ্রনীল ঘোষকে প্রার্থী করা হয় কিনা, সেটাই এখন দেখার।

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Rudranil Ghosh: দোলের দিন এ কী কাণ্ড রুদ্রনীল ঘোষের! 'মন' খারাপ BJP নেতার! কীসের ইঙ্গিত দিলেন অভিনেতা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল