বুদবুদে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার জন্য দিন দুয়েক আগে থেকেই চলছিল প্রস্তুতি। মুখ্যমন্ত্রীর সভায় গ্রীষ্মের এই তপ্ত দুপুরেও বহু মানুষ যোগ দিয়েছিলেন। আশপাশের গ্রামগুলি থেকে এসেছিলেন পুরুষ, মহিলা নির্বিশেষে অনেকেই। তার মধ্যেই নজর কেড়েছেন একজন মহিলা। ছেলের হাতে আঁকা ছবি মুখ্যমন্ত্রীর হাতে উপহার হিসেবে তুলে দিতে এসেছিলেন তাঁর মা। ছেলে ছবিটি এঁকেছিলেন মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার জন্য। কিন্তু ছেলের মৃত্যু হয়েছে। তাই ছেলের অপূর্ণ বাসনা পূর্ণ করতে উদ্যোগী হয়েছিলেন মা নিজেই।
advertisement
আরও পড়ুন : ‘আশিকি’র অভিনেতা রাহুল রায় এবার বাংলা সিনেমায়! কোন ছবিতে থাকছেন তিনি?
মুমতাজ মন্ডল গলসি বিধানসভার অন্তর্গত পারাজ এলাকার বাসিন্দা। তাঁর ছেলে চন্দন মন্ডল মুখ্যমন্ত্রীর একটি ছবি এঁকেছিলেন। সেই ছবি তিনি মুখ্যমন্ত্রী হাতে নিজেই তুলে দিতে চেয়েছিলেন। কিন্তু গত বছর হার্ট অ্যাটাকের কারণে চন্দন মন্ডলের মৃত্যু হয়। তবে ছেলের বাসনা অপূর্ণ রাখতে চাননি মা। তাই তিনি যখন জানতে পারেন মুখ্যমন্ত্রী ঘরের কাছে সভা করতে আসছেন, তখনই তিনি ঠিক করেন ছেলের হাতে আঁকা ছবি তিনি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন।
আরও পড়ুন : মঞ্চের পর এবার বড় পর্দায় ‘অথৈ’! সোহিনী-অনির্বাণ-অর্ণর হাত ধরে শেক্সপিয়রের নাটক এবার বাংলা সিনেমায়
আর সেই মত তিনি মুখ্যমন্ত্রীর বুদবুদের জনসভায় হাজির হয়েছিলেন। ছেলের হাতে আঁকা ছবি মুখ্যমন্ত্রীকে উপহার হিসেবে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সভাস্থলে মুমতাজ মন্ডলের এই কথা জেনে অনেকের চোখে জলে ভরে গিয়েছিল।
নয়ন ঘোষ





