Athhoi : মঞ্চের পর এবার বড় পর্দায় ‘অথৈ’! সোহিনী-অনির্বাণ-অর্ণর হাত ধরে শেক্সপিয়রের নাটক এবার বাংলা সিনেমায়

Last Updated:

Athhoi : মঞ্চ থেকে এবার বড় পর্দায় 'অথৈ'। উইলিয়াম শেক্সপিয়রের নাটক ‘ওথেলো’ অবলম্বনে তৈরি এই 'অথৈ'। বহু বছর ধরে মঞ্চে দারুণ সাফ্যলের পর এবার স্ক্রিনে জীবন্ত হয়ে উঠবে 'অথৈ'।

কলকাতা : মঞ্চ থেকে এবার বড় পর্দায় ‘অথৈ’। উইলিয়াম শেক্সপিয়রের নাটক ‘ওথেলো’ অবলম্বনে তৈরি এই ‘অথৈ’। বহু বছর ধরে মঞ্চে দারুণ সাফ্যলের পর এবার স্ক্রিনে জীবন্ত হয়ে উঠবে ‘অথৈ’। দেশ-কালের সীমানা পেরিয়ে শেক্সপিয়রের যে সমস্ত নাটক এখনও সমান ভাবে প্রাসঙ্গিক তাদের মধ্যে অন্যতম হল ‘ওথেলো’। পাঠ্যসূচি থেকে থিয়েটার, সিনেমার মঞ্চে প্রেম-হিংসা-যুদ্ধের এই আখ্যান বারবার ফিরে এসেছে। আর এবার আবারও অর্ণ মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য ও সোহিনী সরকারের হাত ধরে ‘ওথেলো’ পর্দায় ফিরছে ‘অথৈ’ হয়ে।
‘নটধা’ পরিচালিত ‘অথৈ’ গত সাত বছর ধরে মঞ্চস্থ হয়েছে। নাট্যকার তথা অভিনেতা অর্ণ মুখোপাধ্যায় মঞ্চে এই নাটকের পরিচালনা করেছেন, বড় পর্দাতেও তার ব্যতিক্রম নেই। এখানেও তিনিই পরিচালক। সোশাল মিডিয়া পোস্টে করে সেকথাই জানিয়েছেন খোদ পরিচালক অর্ণ। চলতি বছরের জুনেই মুক্তি পাবে শেক্সপিয়রের ‘ওথেলো’ অবলম্বনে ‘অথৈ’।
advertisement
advertisement
স্পেনের প্রেক্ষাপটে রচিত নাটক ‘ওথেলো’। তথাকথিত রূপের মাপকাঠিতে অনেকটা পিছিয়ে থাকা দক্ষ সমরনায়ক ওথেলো, তার সুন্দরী স্ত্রী ডেসডিমোনা ও ঈর্ষাপ্রবণ সমরনায়ক ইয়োগোর প্রেম-ঈর্ষা-বিশ্বাসঘাতকতা-প্রতিশোধের গল্প হল ওথেলো। ওথেলোর সাফল্যে ও তার স্ত্রী ডেসডিমোনাকে নিয়ে ঈর্ষা করতে শুরু করে ইয়োগো। তার লক্ষ্য ছিল ডেসডিমোনা ও তাঁর স্বামীর সম্পর্কে ফাটল ধরিয়ে ওথেলোর আত্মবিশ্বাস ভেঙে দেওয়া। ষড়যন্ত্র করে ইয়াগো, সফলও হয়। ওথেলো ডেসডিমোনাকে খুন করে। এই গল্প অনেকেই জানা। তবে সেই কাহিনি বাংলার প্রেক্ষাপটে কীভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠে তার অবশ্য জানা যাবে অথৈ-এর মুক্তির পর।
advertisement
এই ছবিতে ওথেলো হল ‘অথৈ’ এই চরিত্রে থাকবেন পরিচালক অর্ণ মুখোপাধ্যায় খোদ। ডেসডিমোনা এখানে ‘দিয়ামোনা’ এই চরিত্রে দেখা যাবে সোহিনী সরকারকে। অন্যদিকে, খলনায়ক ইয়াগো এই গল্পে হয়ে উঠেছে ‘গোগো’। গোগোর চরিত্রে থাকবেন অনির্বাণ ভট্টাচার্য।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Athhoi : মঞ্চের পর এবার বড় পর্দায় ‘অথৈ’! সোহিনী-অনির্বাণ-অর্ণর হাত ধরে শেক্সপিয়রের নাটক এবার বাংলা সিনেমায়
Next Article
advertisement
Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
  • নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার৷

  • নন্দীগ্রামে শুভেন্দু জিতলে দল ছেড়ে দেবেন৷

  • ঘোষণা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির৷

VIEW MORE
advertisement
advertisement