জোরাওয়ারের সঙ্গে বিচ্ছেদের পরে কি কমেডি তারকা অনুভব সিং বসসির সঙ্গে প্রেম করছেন কুশা? জানুন সত্যিটা

Last Updated:

বি-টাউনের অন্দরে এখন জোর গুঞ্জন, প্রেমে পড়েছেন অভিনেত্রী তথা কন্টেন্ট ক্রিয়েটর কুশা কপিলা। কিন্তু তাঁর চর্চিত প্রেমিকটি কে? শোনা যাচ্ছে, কমেডিয়ান অনুভব সিং বসসির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন কুশা। সম্প্রতি ছুটি কাটাতে গোয়ায় গিয়েছিলেন কুশা-অনুভব। তবে সেখানেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা সকলের নজরে এসেছে।

বি-টাউনের অন্দরে এখন জোর গুঞ্জন, প্রেমে পড়েছেন অভিনেত্রী তথা কন্টেন্ট ক্রিয়েটর কুশা কপিলা। কিন্তু তাঁর চর্চিত প্রেমিকটি কে? শোনা যাচ্ছে, কমেডিয়ান অনুভব সিং বসসির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন কুশা। ভাইরাল একটি রেডিট পোস্ট থেকেই এই খবর সামনে এসেছে।
সম্প্রতিছুটি কাটাতে গোয়ায় গিয়েছিলেন কুশা-অনুভব। তবে সেখানেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা সকলের নজরে এসেছে। তবে দু’জনের তরফে এই বিষয়ে কোনও সীলমোহর পড়েনি।
advertisement
কিন্তু কে এই অনুভব সিং বসসি?
অনুভব সিং বসসি একজন বিখ্যাত জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান। যিনি বসসি নামেই পরিচিত। ইনস্টাগ্রামে অনুভবের প্রায় ৩০ লক্ষ ফলোয়ার। আবার ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ৫০ লক্ষের কাছাকাছি। গত বছর ‘তু ঝুঠি ম্যায় মক্কর’ ছবির হাত ধরে ডেবিউ করেন অনুভব। সেই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুরকে।
advertisement
কুশা কপিলা এবং জোরাওয়ার অহলুওয়ালিয়ার বিবাহবিচ্ছেদ কবে হল?
এর আগে ২০১৭ সালে জোরাওয়ার অহলুওয়ালিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন কুশা কপিলা। তবে গত বছর অর্থাৎ ২০২৩ সালের জুন মাসে তাঁরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই সময় যুগ্ম বিবৃতি জারি কুশা এবং জোরাওয়ার জানান, “আমরা আমাদের সবটা দিয়ে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করেছিলাম।” সেই সঙ্গে প্রাক্তন এই দম্পতি এ-ও উল্লেখ করে জানান যে, সম্পর্ক শেষ হয়ে যাওয়া অত্যন্ত যন্ত্রণাদায়ক। তাই সেই যন্ত্রণা কাটিয়ে ওঠার জন্য তাঁদের দু’জনেরই সময় লাগবে।
advertisement
পরে থ্যাঙ্ক ইউ ফর কামিং-এর একটি সাক্ষাৎকারে কুশা জানিয়েছিলেন যে, দুনিয়ার সামনে বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ করে তিনি কটাক্ষের শিকার হয়েছেন। সংবাদমাধ্যমকে কুশা বলেছেন, “আমার ব্যক্তিগত খবর দুনিয়ার সঙ্গে ভাগ করে নেওয়ার ফলে আমায় কটাক্ষের শিকার হতে হয়েছে। কিন্তু সেটা নিজের মতো করেই ভাগ করে নিতে পেরেছি, আর তাতেই আমি খুশি। আমার জীবনের কোনও তথ্য কেউ আমার সঙ্গে আলোচনা না করে প্রকাশ্যে আনুন, সেটা আমি চাই না।”
advertisement
কুশা কি অর্জুন কাপুরকে ডেট করেছেন?
জোরাওয়ারের সঙ্গে বিচ্ছেদের পরে শোনা গিয়েছিল, কুশা বলিউড অভিনেতা অর্জুন কাপুরকে ডেট করছেন। যদিও সেই জল্পনায় জল ঢেলে অভিনেত্রী জানিয়েছিলেন যে, “রোজ নিজের বিষয়ে এত ভুলভাল খবর পড়ে আমার নিজের সঙ্গে আরও একবার পরিচয় করতে হবে। প্রতিবার এইসব ভুলভাল তথ্য পড়লেই প্রার্থনা করি, যেন আমার মা এইসব না দেখে ফেলেন।”
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
জোরাওয়ারের সঙ্গে বিচ্ছেদের পরে কি কমেডি তারকা অনুভব সিং বসসির সঙ্গে প্রেম করছেন কুশা? জানুন সত্যিটা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement