TRENDING:

Lok Sabha election results 2024: ভোটের ফল বেরোলেই ফের ইস্তফা দেবেন নীতীশ? আবার শিবির বদল, না অন্য চমক

Last Updated:

এই সম্ভাবনা নিয়ে এখনই বিজেপি অথবা জেডিইউ-এর কেউ মুখ খুলতে চাইছেন না৷ দুই দলের নেতারা একে গুজব বলেই উড়িয়ে দিচ্ছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: নীতীশ কুমারের রাজনৈতিক কৌশল কী, কখন তিনি কার হাত ধরেন, তা বোধহয় অতি বড় রাজনৈতিক বিশ্লেষকও এখন আর বাজি ধরে বলতে পারেন না৷ ইন্ডিয়া জোট তৈরি করার উদ্যোগ নিয়েও সবার প্রথমে সেই জোট ভেঙে ফের বিজেপির হাত ধরেছিলেন তিনি৷ নীতীশের এই সিদ্ধান্তের আঁচ যখন কংগ্রেস সহ শরিক দলের নেতারা পেয়েছিলেন, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে৷
নীতীশ কুমারকে নিয়ে ফের নতুন জল্পনা৷
নীতীশ কুমারকে নিয়ে ফের নতুন জল্পনা৷
advertisement

পশ্চিমবঙ্গ নির্বাচন ফলাফল ২০২৪ , লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

নির্বাচন রেজাল্ট ২০২৪ , লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

লোকসভা ভোটের ফলাফল প্রকাশের আগে এবার নীতীশকে নিয়ে ফের চর্চা শুরু হয়েছে৷ ভোটের ফল বেরনোর পরই নীতীশ আবার বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন কি না, তা নিয়েও জল্পনা ছড়াচ্ছে৷ এমন কি, সেই সম্ভাবনা নাকি ক্রমশ জোরালো হচ্ছে৷

advertisement

আরও পড়ুন:  বারাণসী, রায়বরেলি থেকে বাংলার কৃষ্ণনগর- মঙ্গলবার এই এক ডজন কেন্দ্রে নজর থাকবে গোটা দেশের

বিহারের রাজনীতিতে কান পাতলে শোনা যাচ্ছে, শিবির বদলে নীতীশ যদি ফের তেজস্বী যাদবের আরজেডি এবং কংগ্রেসের হাত ধরেন, তাহলে অবাক হওয়ার কিছু নেই৷ কারণ ২০১৩ সালে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে আসার পর থেকে নীতীশ এতবার শিবির বদলেছেন, তাতে এবারেও তিনি এমন কিছু করবেন না, তা নিশ্চিত ভাবে বলতে পারছেন না কেউই৷

advertisement

তবে বিহারের রাজনীতির সঙ্গে যাঁরা ওয়াকিবহল এবং নীতীশকে দীর্ঘদিন দেখছেন, তাঁদের একাংশের মতে মুখ্যমন্ত্রী পদ ছাড়লেও এবার আর শিবির নাও বদলাতে পারেন নীতীশ৷ তার বদলে এনডিএ জোটে থেকে তিনি মুখ্যমন্ত্রী পদে বিজেপির কাউকে বসানোর রাস্তা করে দিতে পারেন৷ কারণ সংখ্যার নিরিখে এখন বিজেপিই বিহারে বৃহত্তম দল৷ অনেক পিছনে রয়েছে জেডিইউ৷

advertisement

একটি সূত্রের দাবি, মুখ্যমন্ত্রী পদে বর্তমান উপমুখ্যমন্ত্রী বিজেপির সম্রাট চৌধুরীকে বসানোর পক্ষে নীতীশ৷ কারণ সম্রাট চৌধুরী কোয়েরি সম্প্রদায়ের একজন নেতা এবং নীতীশের মতোই একজন ওবিসি নেতা৷ বিজেপি-ই যে এখন বিহারের শাসক জোটে শেষ কথা বলবে, তা লোকসভার আসন বণ্টনেও স্পষ্ট হয়েছে৷ বিজেপি যেখানে রাজ্যের ১৭টি আসনে লড়ছে, সেখানে জেডিইউ লড়ছে ১৬টি আসনে৷

advertisement

তবে এই সম্ভাবনা নিয়ে এখনই বিজেপি অথবা জেডিইউ-এর কেউ মুখ খুলতে চাইছেন না৷ দুই দলের নেতারা একে গুজব বলেই উড়িয়ে দিচ্ছেন৷ কিন্তু ভোটের ফল প্রকাশের ঠিক আগে নীতীশ গত রবিবার দিল্লি যাওয়ায় ফের নতুন করে এই নিয়ে চর্চা শুরু হয়েছে৷

সোমবার সকালে নীতীশ কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের কথা ছিল তাঁর৷ অনেকেই নীতীশ-মোদি বৈঠককে সৌজন্যমূলক বললেও এই ভোটের ফল প্রকাশের ঠিক আগে এই সাক্ষাৎ নিয়ে অন্য আরও একটি সম্ভাবনা উঠে আসছে৷

সূত্রের খবর, তৃতীয় মোদি সরকারের মন্ত্রিসভায় কারা থাকবেন, তা ঠিক করার আগে সোমবারই দলের সব প্রার্থীর কাছে একটি পাঁচ পাতার ফরম পাঠিয়েছে বিজেপি৷ সেই ফরম পূরণ করে দ্রুত ফেরত দিতে বলা হয়েছে৷ মোদি-শাহ এবং দলের সভাপতি জে পি নাড্ডার মধ্যে বৈঠকের পরই এই ফরম প্রার্থীদের কাছে পাঠানো হয়৷ আর এর পরই তৃতীয় মোদি সরকারের মন্ত্রিসভায় নীতীশ কুমারকে দেখা যাবে কি না, তা নিয়েও চর্চা শুরু হয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির এক সিনিয়র নেতা দাবি করেছেন, কোনও অবস্থাতেই বিহারে পরবর্তী বিধানসভা নির্বাচনে নীতীশ কুমারের নেতৃত্বে লড়বে না বিজেপি৷ কারণ রাজনীতিবিদ নীতীশের আর সেই কদর নেই৷ তার উপর তাঁর বয়সও বাড়ছে৷ ফলে নীতীশের রাজনৈতিক ভবিষ্যৎ যে অস্তগামী, নয়াদিল্লির রাজনীতির অলিন্দে কান পাতলে সেরকম সম্ভাবনাই শোনা যাচ্ছে৷

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha election results 2024: ভোটের ফল বেরোলেই ফের ইস্তফা দেবেন নীতীশ? আবার শিবির বদল, না অন্য চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল