বিজেপি যে দুশো আসন পেরোবে না, ভোটের প্রচারে বার বারই সেকথা বলেছেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু ইন্ডিয়া জোট সরকার গঠন করতে পারলে তৃণমূলের অবস্থান কী হবে, তা স্পষ্ট করেননি তৃণমূলনেত্রী৷ তবে বাংলায় আসন রফা না হলেও, তৃণমূল যে ইন্ডিয়া জোটের সঙ্গে আছে বার বারই বলেছেন মমতা৷
আরও পড়ুন: ‘পাক অধিকৃত কাশ্মীর ভারতের দখলে আসবেই!’ শ্রীরামপুর থেকে হুঁশিয়ারি দিলেন অমিত শাহ
advertisement
এ দিন চুঁচুড়ায় রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করতে গিয়ে মমতা বলেন, ‘বিজেপি বলছে চারশো পার৷ মানুষ বলছে দুশো পার হবে না, এবার হবে পগারপার৷ তবে এখানকার বাংলার সিপিএম কংগ্রেসকে ধরবেন না৷ ও দুটো আমাদের সঙ্গে নেই, বিজেপির সঙ্গে আছে৷ ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সবরকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব৷ যাতে বাংলায় মা-বোনেদের, একশো দিনের কাজে কোনও অসুবিধা না হয়৷’
এই প্রসঙ্গে ২০০৪ সালে অটল বিহারী বাজপেয়ী সরকারের উদাহরণও দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘২০০৪ সালে অটল বিহারি বাজপেয়ীর সরকার হেরে যাবে, আমরা ভাবতে পারিনি। রাইজিং ইন্ডিয়ার স্লোগান দিয়েছিল। ভিতরে ভিতরে মানুষ অন্যদের ভোট দিয়েছিল। এবার সেই রকম,নোটবন্দি থেকে শুরু করে অনেক কিছু আছে।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, যত দিন যাচ্ছে তত রেগে যাচ্ছে৷ বলছে আমাকে জিততেই হবে৷ আমরাও বলছি, আপনাকে হারতেই হবে৷ এটাই দেশের আওয়াজ৷