পশ্চিমবঙ্গ নির্বাচন ফলাফল ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট
এদিন ভবানীপুরে সেই পুরনো মেজাজে দেখা গেল মদন মিত্রকে। সোমবার দুপুর আড়াইটে নাগাদ তিনি যজ্ঞ শুরু করেন। মদন মিত্র বলেন, “এই যজ্ঞের মাধ্যমে ভবানীপুরের তৃণমূল কর্মীরা শপথ নিচ্ছে কাল ফলপ্রকাশের আগে পর্যন্ত তাঁরা উপোস থাকবেন। শুধু মুখে চলবে জয় বাংলা স্লোগান।’’
advertisement
আরও পড়ুন: জীবনের শেষ শটে ছক্কা, তারপরই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ক্রিকেটার! শিউরে ওঠা ভিডিও, স্তম্ভিত দেশ
এক্সিট পোল-কে বিশ্বাস করেন না মদন মিত্র। তিনি বলেন, “আগামী দিনে তিরিশটির বেশি আসনেই আমরা জয়লাভ করব। সব এক্সিট পোল মিথ্যে হয়ে যাবে।” মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন প্রকল্পের জয়ধ্বনি এদিন বারবার দিতে শোনা যায় মদন মিত্রকে।
নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট
আরও পড়ুন: ভোটের রেজাল্ট ২৪ ঘণ্টাও বাকি নেই, হাঁসখালিতে মারাত্মক ঘটনা! ভয়ে কাঁপছে বাংলার গ্রাম
রাত পোহালেই লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ। এক্সিট পোলে বেশির ভাগ সংবাদ মাধ্যমই বিজেপিকে বেশি আসন দিয়েছে। কম আসন দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসকে। যদিও এই সব বুথ ফেরত সমীক্ষা মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকেও খারিজ করে দেওয়া হয়েছে এক্সিট পোল। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে।