TRENDING:

Loksabha Elections 2024: ‘দুর্বল’ সংগঠন! কঠিন ঠাঁই বর্ধমান-দুর্গাপুরে দিলীপ ঘোষকে পেয়ে ‘চাঙ্গা’ স্থানীয় বিজেপি নেতৃত্ব

Last Updated:

গতবারের মেদিনীপুর কেন্দ্রের বিজেপি সাংসদ হয়েছিলেন৷ এবার, তাঁকে টিকিট দেওয়া হয়েছে বর্ধমান- দুর্গাপুর কেন্দ্র থেকে। নিজের কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া নিয়ে, রীতিমতো চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রবিবার রাতের দিকে তালিকা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে চারদিকে হৈ হৈ পড়ে যায়, দিলীপ ঘোষ মেদিনীপুর কেন্দ্রের টিকিট পাননি। তিনি এবার লড়ছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর: মেদিনীপুর ছিল তাঁর কমফর্ট জোন৷ কিন্তু, বর্ধমান-দুর্গাপুরও তো প্রায় তাঁর হাতের তালুর মতোই চেনা৷ কারণ, তিনি তো মাটি থেকে আরএসএস করে তৈরি হওয়া নেতা৷ আরএসএসের প্রচারক থাকাকালীন দিলীপ ঘোষ বর্ধমান-দুর্গাপুর অঞ্চলে দীর্ঘদিন কাজও করেছেন। সেখান কর্মীদের মধ্যেও তাঁর গ্রহণযোগ্যতা যথেষ্ট৷ তাই, তিনি ‘পছন্দের’ কেন্দ্র থেকে সরে এলেও, তাঁকে পেয়ে আপ্লুত বর্ধমান-দুর্গাপুর অঞ্চলের বিজেপি কর্মীরা৷ অন্তত তেমনটাই জানাচ্ছেন বিজেপির স্থানীয় নেতৃত্ব৷
advertisement

গতবারের মেদিনীপুর কেন্দ্রের বিজেপি সাংসদ হয়েছিলেন৷ এবার, তাঁকে টিকিট দেওয়া হয়েছে বর্ধমান- দুর্গাপুর কেন্দ্র থেকে। নিজের কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া নিয়ে, রীতিমতো চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রবিবার রাতের দিকে তালিকা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে চারদিকে হৈ হৈ পড়ে যায়, দিলীপ ঘোষ মেদিনীপুর কেন্দ্রের টিকিট পাননি। তিনি এবার লড়ছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে।

advertisement

আরও পড়ুন: মেদিনীপুর থেকে সোজা বর্ধমান-দুর্গাপুর, এই এক কারণেই নিজের সিট থেকে সরলেন দিলীপ ঘোষ!

তাই প্রশ্ন উঠছে,বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রটি তাঁর পক্ষে কঠিন হয়ে গেল না তো? দিলীপ ঘোষের বরাবরই বক্তব্য ছিল, দল তাঁকে যেখান থেকে লড়তে বলবে, সেখান থেকেই লড়বেন তিনি। গত লোকসভায় বিজেপির জেতা আসন বর্ধমান -দুর্গাপুর। এবার সেখান থেকেই তৃণমূল প্রার্থী করেছে বিজেপিরই দু’বারের প্রাক্তন সাংসদ বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ৷

advertisement

আরও পড়ুন: রাতে ঘুরল খেলা! পরাস্ত এবিভিপি, JNU বামেদেরই! সব আসনের রংই লাল

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অন্যদিকে, দিলীপের প্রাক্তন আসন মেদিনীপুরে এবার তৃণমূল প্রার্থী করেছে জুন মালিয়াকে৷ সেক্ষেত্রে, তৃণমূলের মহিলা প্রার্থীর বিরুদ্ধে কোনও মহিলাকেই প্রার্থী করতে চেয়েছিল বিজেপি৷ সেই কথ ভেবেই ওই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রা পালকে৷ আর দিলীপ ঘোষকে ভোট লড়তে পাঠানো হয়েছে, বর্তমানে বিজেপির, কিছুটা হলেও ‘দুর্বল’ ঠাঁই বর্ধমান-দুর্গাপুরে৷ তাই, সূত্রের খবর, দিলীপ ঘোষ প্রার্থী হওয়ার পরেই রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে এলাকায়। আগামিকাল সকাল বেলায় দিলীপ ঘোষ বর্ধমান-দুর্গাপুরের প্রচারে নামছেন বলে জানিয়েছেন তিনি এবং সেখানে দু থেকে তিন দিন প্রচার সারবেন।

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Loksabha Elections 2024: ‘দুর্বল’ সংগঠন! কঠিন ঠাঁই বর্ধমান-দুর্গাপুরে দিলীপ ঘোষকে পেয়ে ‘চাঙ্গা’ স্থানীয় বিজেপি নেতৃত্ব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল