TRENDING:

Lok Sabha Elections 2024: কলকাতার ভোটের আগে বিরাট ঘটনা, এবারের ভোটে প্রথম এমন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

Last Updated:

Lok Sabha Elections 2024: রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে জানানো হল, এই দুই অফিসারকে নির্বাচনের কাজে যুক্ত নয়, এমন জায়গায় নিয়োগ করতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এবার কলকাতা দক্ষিণের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে বদলি করল নির্বাচন কমিশন। বদলি করা হল এডিএম বসিরহাটকেও। এই প্রথম কোনও লোকসভা কেন্দ্রের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে বদলি করল কমিশন। কলকাতার ভোট আগামী ১ জুন। তার আগে কলকাতার কোনও অফিসারকে বদলি করল কমিশন।
কলকাতার ভোটের আগে বড় সিদ্ধান্ত
কলকাতার ভোটের আগে বড় সিদ্ধান্ত
advertisement

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪ ষষ্ঠ দফা ভোট লাইভ

রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে জানানো হল, এই দুই অফিসারকে নির্বাচনের কাজে যুক্ত নয়, এমন জায়গায় নিয়োগ করতে হবে। তিনজনের প্যানেল পাঠানোর নির্দেশ মুখ্যসচিবকে।

আরও পড়ুন: ৯০ মিনিটে পানশালায় ৪৮ হাজার টাকা উড়িয়ে দু জনকে গাড়ি চাপা! শাস্তি পাবে পুণের নাবালক? সিদ্ধান্ত আজ

advertisement

এদিকে, বিজেপি নেতাকে নগদ টাকা সমেত গ্রেফতার করায় পুলিশ সুপারকে বদলি করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিল তৃণমূল। মঙ্গলবার বাংলার শাসকদলের তরফে ওই চিঠিটি দিয়েছেন রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। রবিবার বিজেপি নেতা সমিত মণ্ডলকে হিসাব-বহির্ভূত নগদ ৩২ লক্ষ টাকা সমেত ধরে জেলা পুলিশ।

আরও পড়ুন: একে অশান্তির আবহ…তার মধ্যে ভোটের ৭২ ঘণ্টা আগে নন্দীগ্রামে হাইভোল্টেজ সভা অভিষেক বন্দোপাধ্যায়ের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইমেল, হোয়াটসঅ্যাপের ‌যুগে হঠাৎ রানারের দেখা! হচ্ছে টা কী বাগনানে!
আরও দেখুন

তারপরেই ওই জেলারই পুলিশ সুপার ধৃতিমান সরকারকে বদলি করা হয়। সঙ্গে জানিয়ে দেওয়া হয় নির্বাচনের সঙ্গে সম্পর্ক থাকবে না, এমন পদে তাঁকে বদলি করা হবে তাঁকে। চিঠিতে তৃণমূলের রাজ্যসভার দলনেতা অভিযোগ করেছেন, ১৯ মে মেদিনীপুরের একটি হোটেল থেকে নগদ সমেত ওই বিজেপি নেতা সমিত মণ্ডলকে ধরা হয়। একটি হোটেলে হানা দিয়ে তাঁর কাছ থেকে ৩২ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। তাঁর সঙ্গে বিজেপি দলের যোগযোগ ধরা পড়েছে। ধৃত সমিত মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের ঘনিষ্ঠ বলে পরিচিত। সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে শিবু শিট নামে এক ব্যক্তির। যিনি আবার বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পণ্ডিতের অত্যন্ত ঘনিষ্ঠ। এ ছাড়াও তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে যে অভিযুক্ত ব্যক্তিকে মেদিনীপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর জনসভার মঞ্চেও দেখা গিয়েছে। সেই সভার ছবি ও যাবতীয় তথ্য প্রমাণ চিঠির সঙ্গে কমিশনে জমা দিয়েছে তৃণমূল।

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Elections 2024: কলকাতার ভোটের আগে বিরাট ঘটনা, এবারের ভোটে প্রথম এমন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল