প্রচারে বেরিয়ে তাপস রায়কে নিয়েও তেমন আক্রমণাত্মক হতে দেখা যায়নি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু উত্তর কলকাতার মানুষ ভরসা রেখেছন তাপস রায়ের উপর। ২০০৯ সাল থেকে উত্তর কলকাতার উত্তর তাপস রায়। প্রতিদ্বন্দ্বী বদলেছে, কিন্তু সাংসদের নাম বদলায়নি। তাপস রায়কে ৯২,৫৬০ ভোটে হারিয়ে পাঁচ বারের সাংসদ হলেন সুদীপ। কলকাতা বরাবরই তৃণমূলের গড়, এ বারও রক্ষা হল সেই গড়। উত্তর কলকাতায় তৃতীয় স্থানে রয়েছেন বাম-কংগ্রেস জোট প্রার্থী প্রদীপ ভট্টাচার্য, তিনি ১,১৪,৯৮২টি ভোট পেয়েছেন।
advertisement
কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভার মধ্যে সব ক’টিই ২০২১-এর বিধানসভায় নিজেদের দখলে রেখেছিল তৃণমূল। এবারও আধিপত্য বজায় রইল। তবে ২০১৯ সালের লোকসভা ভোটের তুলনায় কিছুটা ভোট কমেছে তৃণমূল এবং বিজেপির। সেই কারণেই ভোট বেড়েছে বাম-কংগ্রেস জোট প্রার্থীর।
রাজ্যেও খুবই ভাল ফল করছে তৃণমূল। এখনও পর্যন্ত ২৯টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ভোটের ফলের পরে ইন্ডিয়া জোটের পাশে থাকবে তৃণমূল। পূর্ণ ফল প্রকাশ হলে কী হয় সেটাই দেখার।