TRENDING:

North Kolkata Election Results 2024 : কলকাতা উত্তরের উত্তর সুদীপই, দল বদলে ৯২ হাজারের বেশি ভোটে হার তাপসের

Last Updated:

North Kolkata Election Results 2024 : প্রতিদ্বন্দ্বী বদলেছে, কিন্তু সাংসদের নাম বদলায়নি। তাপস রায়কে ৯২,৫৬০ ভোটে হারিয়ে পাঁচ বারের সাংসদ হলেন সুদীপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: লোকসভা ভোটের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাপস রায়। বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়ে লড়েছিলেন লোকসভা ভোটে। তার পরে একাধিক অধ্যায় পেরিয়ে গিয়েছে, অনেক কথা হজম করেও নীরব ছিলেন সুদীপ।
জিতলেন সুদীপ।
জিতলেন সুদীপ।
advertisement

প্রচারে বেরিয়ে তাপস রায়কে নিয়েও তেমন আক্রমণাত্মক হতে দেখা যায়নি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু উত্তর কলকাতার মানুষ ভরসা রেখেছন তাপস রায়ের উপর। ২০০৯ সাল থেকে উত্তর কলকাতার উত্তর তাপস রায়। প্রতিদ্বন্দ্বী বদলেছে, কিন্তু সাংসদের নাম বদলায়নি। তাপস রায়কে ৯২,৫৬০ ভোটে হারিয়ে পাঁচ বারের সাংসদ হলেন সুদীপ। কলকাতা বরাবরই তৃণমূলের গড়, এ বারও রক্ষা হল সেই গড়। উত্তর কলকাতায় তৃতীয় স্থানে রয়েছেন বাম-কংগ্রেস জোট প্রার্থী প্রদীপ ভট্টাচার্য, তিনি ১,১৪,৯৮২টি ভোট পেয়েছেন।

advertisement

আরও পড়ুন: নাগরিকত্ব তাসেই বনগাঁ জয় বিজেপির? বিশ্বজিৎ দাসকে হারিয়ে দ্বিতীয় বার সাংসদ হলেন শান্তনু ঠাকুর

কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভার মধ্যে সব ক’টিই ২০২১-এর বিধানসভায় নিজেদের দখলে রেখেছিল তৃণমূল। এবারও আধিপত্য বজায় রইল। তবে ২০১৯ সালের লোকসভা ভোটের তুলনায় কিছুটা ভোট কমেছে তৃণমূল এবং বিজেপির। সেই কারণেই ভোট বেড়েছে বাম-কংগ্রেস জোট প্রার্থীর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাজ্যেও খুবই ভাল ফল করছে তৃণমূল। এখনও পর্যন্ত ২৯টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ভোটের ফলের পরে ইন্ডিয়া জোটের পাশে থাকবে তৃণমূল। পূর্ণ ফল প্রকাশ হলে কী হয় সেটাই দেখার।

বাংলা খবর/ খবর/নির্বাচন/
North Kolkata Election Results 2024 : কলকাতা উত্তরের উত্তর সুদীপই, দল বদলে ৯২ হাজারের বেশি ভোটে হার তাপসের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল