TRENDING:

Lok Sabha elections results 2024: এগিয়ে ১০০-র বেশি আসনে, ২০১৪-র পর সবথেকে ভাল ফলের পথে কংগ্রেস

Last Updated:

২০১৯-এর ভোটেও ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয় কংগ্রেস৷ ৩০৩টি আসনে জয়ী নতুন রেকর্ড গড়ে বিজেপি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: শেষ পর্যন্ত ভোট গণনার ফল কী হবে, তা জানতে আরও কয়েক ঘণ্টার অপেক্ষা৷ কিন্তু একটি বিষয় পরিষ্কার, ২০১৪ সালের পর এবারই সম্ভবত সবথেকে ভাল ফল করতে চলেছে কংগ্রেস৷ ভোট গণনার প্রাথমিক যে প্রবণতা, তাতে ইতিমধ্যেই একশোর বেশি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস৷
ঘুরে দাঁড়াচ্ছে কংগ্রেস? ছবি- পিটিআই
ঘুরে দাঁড়াচ্ছে কংগ্রেস? ছবি- পিটিআই
advertisement

বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল, কংগ্রেস এবারও ৮০-র নীচেই থাকবে৷ যদিও ইভিএম খোলার পর থেকেই প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে লড়াইয়ে ফেরে কংগ্রেস সহ বিরোধীরা৷ সকাল দশটা পর্যন্ত যা প্রবণতা, তাতে এনডিএ এগিয়ে থাকলেও বিরোধীদের ইন্ডিয়া জোট ২০০-র বেশি আসনে এগিয়ে রয়েছে৷

আরও পড়ুন: শুধু পশ্চিমবঙ্গ নয়, দিল্লিতে ক্ষমতা দখলের চাবিকাঠি এই রাজ্যগুলিতে?

advertisement

২০১৪ সালে রাহুল গান্ধির নেতৃত্বাধীন কংগ্রেস মোদি ঝড়ে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছিল৷ ২০০৯ সালের তুলনায় ১৬২টি আসন কম পেয়েছিল কংগ্রেস৷ মাত্র ৪৪টি আসনে জয়ী হয় কংগ্রেস৷ সেখানে বিজেপি একক ভাবে জয়ী হয় ২৮৬টি আসনে৷ উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, বিহার, মধ্যপ্রদেশের মতো রাজ্য থেকে কার্যত মুছে যায় কংগ্রেস৷ উত্তর প্রদেশে শুধুমাত্র অমেঠি এবং রায়বরেলি আসন দুটি জেতে কংগ্রেস৷

advertisement

২০১৯-এর ভোটেও ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয় কংগ্রেস৷ ৩০৩টি আসনে জয়ী নতুন রেকর্ড গড়ে বিজেপি৷ সেখানে টেনেটুনে ৫০-এর গণ্ডি পেরোয় কংগ্রেস৷ এমন কি, অমেঠি থেকে হেরে যান রাহুল গান্ধি নিজেও৷ ওয়ানাড থেকে জিতে মানরক্ষা হয় তাঁর৷ এই বিপর্যয়ের পরই কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেন রাহুল গান্ধি৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

এবারের লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে ঠেকাতে জোট গঠন করেছিলেন বিরোধীরা৷ নাম দেওয়া হয় ইন্ডিয়া জোট৷ যদিও কোনও বুথ ফেরত সমীক্ষাতেই ইন্ডিয়া জোটকে নিয়ে ইতিবাচক কোনও ইঙ্গিত দেওয়া হয়নি৷ তবে গণনা শুরু হতেই বুথ ফেরত সমীক্ষাকে ভুল প্রমাণ করে দুশোর বেশি আসনে এগিয়ে গিয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha elections results 2024: এগিয়ে ১০০-র বেশি আসনে, ২০১৪-র পর সবথেকে ভাল ফলের পথে কংগ্রেস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল