লোকসভা নির্বাচন ২০২৪ পঞ্চম দফার ভোট লাইভ
গত ১০ বছরেও ক্রমশ শিল্পের মান নিম্নমুখী বাজার পড়তি বলেই অভিযোগ ছোট বড় ব্যবসায়ীর। ভোট আসে ভোট যায় অবস্থার পরিবর্তন নেই। জেলায় শিল্পের বাড় বাড়ন্ত না থাকলেও রাজনৈতিক হানাহানি বেড়ে চলেছে। নির্বাচনের প্রাক্কালে মানুষের দাবী নিরাপত্তা হাতে কাজ। সব মিলিয়ে মানুষ সুদিন ফেরার আশায় দিন গুনছেন। এই কেন্দ্রে আগামী ২০ শে মে নির্বচন। আসনটি রাজ্যে তৃণমূল সরকারের প্রতিষ্ঠার আগে ২০০৯ সালে এআইটিসি দখলে আসে। লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন অম্বিকা বন্দ্যোপাধ্যায়। তারপর উপনির্বাচন থেকে পর পর তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে জয়ী প্রসূন বন্দ্যোপাধ্যায়।
advertisement
গতবার প্রায় ১০৩০০০ ভোটেরও বেশি ব্যবধানে জয়ী। তবে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্বাচনের পর অসন্তোষ দলের মধ্যেই। যদিও পরবর্তী সময় দলীয়ভাবে সেই সমস্যার সমাধান ঘটে। সব মিলিয়ে হাওড়া লোকসভা কেন্দ্র এবার ১৪ টি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও, এবার মূলত হাওড়া সদরে জোরদার ত্রিমুখী লড়াই। গত লোকসভা নির্বাচনের থেকে পরিস্থিতি অনেকটাই বদল। জেতার দৌঁড়ে তৃণমূলকে এগিয়ে রাখা হলেও, জিত থেকে বেশি দূরে নেই সিপিএম ও বিজেপি। অন্যান্য মিলিয়ে মোট ১৪ জন প্রার্থী লড়ছেন হাওড়া সদর লোকসভা কেন্দ্র থেকে। সাধারণ মানুষের চাওয়া পাওয়ার উপর নির্ভর করে শেষ হাসি কার মুখে দেখা যাবে ভোটের ফলাফলে।
গতবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ৫ লক্ষ ৭৬ হাজার ৭১১ টি। দ্বিতীয় স্থানে বিজেপি প্রার্থী রন্থীদেব সেনগুপ্ত ৪ লক্ষ ৭৩ হাজার ১৬ টি ভোট। গতবার হাওড়া লোকসভা কেন্দ্রে নির্বাচনের লড়াইয়ে ছিলেন ১৯ জন প্রার্থী। ২০২৪ লোকসভা নির্বাচন হাওড়া সদরে বিধান সভা কেন্দ্র – বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, হাওড়া দক্ষিণ, শিবপুর, সাঁকরাইল ও পাঁচলা।
প্রার্থী মোট -১৪
পুরুষ ভোট – ৯ লক্ষ ১০ হাজার ৫৩৫ জন।
মহিলা ভোট – ৮ লক্ষ ৫৮ হাজার ৬১০ জন।
তৃতীয় লিঙ্গ ভোট – ৩৯ জন
মোট ভোট – ১৭৬৯১৮৪ জন
ভোট গ্রহণ কেন্দ্র – ১৮৯৫
মডেল ভোট গ্রহণ কেন্দ্র – ৭
ক্রিটিক্যাল ভোট গ্রহণ কেন্দ্র – ৬০৫
কেন্দ্রীয় বাহিনী – ৮০ কোম্পানী
জেলা পুলিশ – ৩৯৫৭
রাকেশ মাইতি