মাত্র ১০০ মিনিটের মধ্যে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশনের কর্তব্যরত কর্তারা। অর্থাৎ এখন আর কোথাও গিয়ে অভিযোগ জানাতে হবে না। কোথাও কোনও নির্বাচনী বিধি লঙ্ঘন হলে যে কেউ সেই ছবি বা ভিডিও সিভিজিল অ্যাপে আপলোড করতে পারবেন।
advertisement
অ্যাপে ছবি বা ভিডিও আপলোড হওয়ার পর প্রক্রিয়া শুরু করবে নির্বাচন কমিশন। দ্রুত এই সংক্রান্ত মামলার নিষ্পত্তির জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ফ্লাইং স্কোয়াড এই গাড়িগুলি ঘুরবে গোটা জেলা জুড়ে।
মালদহ জেলায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ১৭ টি ফ্লাইং স্কোয়াড গাড়ির সূচনা করা হয়েছে। বিভিন্ন ধরনের মামলার নিষ্পত্তির জন্য। সিভিজিল অ্যাপে জেলার যেকোনও প্রান্ত থেকে অভিযোগ জানালে দ্রুত সেখানে পৌঁছাবে এই গাড়িগুলি। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। মালদহ জেলা শাসক নীতিন সিংহানিয়া বলেন, সিভিজিল অ্যাপ সহ বিভিন্ন মাধ্যমে আমরা অভিযোগ পাচ্ছি। সে সমস্ত অভিযোগগুলি খতিয়ে দেখে নিষ্পত্তি করা হচ্ছে। জেলা জুড়ে ফ্লাইং স্কোয়াড গাড়ি চালু করা হয়েছে। সেগুলিও কাজ করছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগে থেকেই বিভিন্ন বিধি নিষেধ জারি করা হয়েছে। সেগুলি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে প্রচারও করা হয়। তারপরেও যদি কোথাও কোনো রকম নির্বাচনে বিধি লঙ্ঘন করে থাকে কোন রাজনৈতিক দল থেকে ভোটারেরা তার জন্যই এই সিভিজিল অ্যাপ চালু নির্বাচন কমিশনের।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ৭ই মে মালদহ জেলায় দুটি লোকসভা কেন্দ্রের নির্বাচন রয়েছে। ইতিমধ্যে জেলা জুড়ে নির্বাচনে বিধি-নিষেধ চালু রয়েছে। তারপরও জেলার বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠে আসছে এমনটাই অভিযোগ। সেই সমস্ত অভিযোগ গুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
হরষিত সিংহ