TRENDING:

Lok Sabha Election 2024: হারমোনিয়াম সঙ্গী! 'গান'কে হাতিয়ার করে বর্ধমান পূর্বে প্রচার শুরু অসীম সরকারের

Last Updated:

Lok Sabha Election 2024: ভোট প্রচারের ক্ষেত্রেও গানকেই করেছেন হাতিয়ার। সোমবার কখনও করতালির সুরে আবার কখনও হারমোনিয়াম বাজিয়ে চালালেন প্রচার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান : ইতিমধ্যেই বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আর সেই তালিকা অনুযায়ী পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী হলেন অসীম সরকার। আর প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিশেষ ভাবে প্রচারে নামতে দেখা গেল অসীম সরকারকে।বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী কবি তথা লোক শিল্পী অসীম সরকারের নাম ঘোষণা হয়েছে। এরপরেই দোলের দিন সোমবার পূর্ব বর্ধমানের কালনায় জাপট এলাকায় ভবা পাগলার মন্দিরে পুজো দিতে এবং ভবার মন্দিরে বসে , ভবা পাগলার গান ধরতে দেখা যায় অসীম সরকারকে।
advertisement

পরবর্তী সময় তিনি সেখান থেকে হেঁটে পৌঁছান কালনার 108 শিবমন্দিরে। সেখানেও শিবের আরাধনা করেন তিনি। পরবর্তী সময় কালনায় বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে কালনা চকবাজারে ভোট প্রচার করে দেওয়াল লিখনের কাজেও হাত লাগান তিনি। এরপর তিনি প্রশাসনের আধিকারিকদের সঙ্গে দেখা করে পূর্বস্থলীর উদ্দেশ্যে রওনা দেন।

আর সেই সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে, বর্ধমান পূর্বের তৃণমূল মনোনীত প্রার্থী মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক শর্মিলা সরকারের উদ্দেশ্যে বেশ কয়েক লাইন গান গাইতেও দেখা যায়। প্রার্থী অসীম সরকারের কোথায় ‘গান ‘ তাঁর ভোট প্রচারের মূল হাতিয়ার।অসীম সরকার বর্ধমান পূর্বের বিজেপি মনোনীত প্রার্থী হলেও তাঁর এক আলাদা পরিচয় রয়েছে। লোক শিল্পী হিসেবে এবং গান গাওয়ার জন্য তিনি বহু মানুষের কাছে বেশ জনপ্রিয়।

advertisement

সেরকমই ভোট প্রচারের ক্ষেত্রেও গান কেই তিনি তার হাতিয়ার করেছেন। সোমবার তাকে কখনও করতালির সুরে আবার কখনও হারমোনিয়াম বাজিয়ে গান করতেও দেখা যায়। সোমবার এই কার্যক্রমে উপস্থিত ছিলেন কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা।

View More

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Election 2024: হারমোনিয়াম সঙ্গী! 'গান'কে হাতিয়ার করে বর্ধমান পূর্বে প্রচার শুরু অসীম সরকারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল