TRENDING:

Lok Sabha Election 2024: জরাজীর্ণ অবস্থা, অবহেলার ছাপ স্পষ্ট! ভোটের আগেই হঠাত্‍ কেন নজরে এই বাড়িটি? কারণ জানলে চমকে যাবেন

Last Updated:

একটা জরাজীর্ণ বাড়ি। প্রাচীন বাড়িতে অবহেলার ছাপ স্পষ্ট। বাড়ির বাইরে প্রকাণ্ড একটা বটগাছ। যা সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বহু ঘটনার। রাত্রে টিমটিম করে জ্বলে একটা আলো। কিন্তু হঠাৎ করে এই জরাজীর্ণ বাড়ি ভোটের আগে উঠে এসেছে সবার নজরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল, পশ্চিম বর্ধমান : একটা জরাজীর্ণ বাড়ি। প্রাচীন বাড়িতে অবহেলার ছাপ স্পষ্ট। বাড়ির বাইরে প্রকাণ্ড একটা বটগাছ। যা সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বহু ঘটনার। রাত্রে টিমটিম করে জ্বলে একটা আলো। কিন্তু হঠাৎ করে এই জরাজীর্ণ বাড়ি ভোটের আগে উঠে এসেছে সবার নজরে। যে বাড়িটির নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা ধীরে ধীরে মুশকিল হয়ে উঠছে, এখন সেই বাড়িটিকে কেন্দ্র করে জেগে উঠেছে বহু মানুষের আশা।
advertisement

রানীগঞ্জের জে কে নগর এলাকার মাইনাস কলোনি। এখানেই রয়েছে এই জরাজীর্ণ বাড়িটি। কিন্তু কেন সবার কৌতুহল এই বাড়িটির দিকে? সেই কারণ জানলে চমকে যেতে হয়। কারণ স্থানীয়রা জানালেন, একসময় এই বাড়িতেই থাকতেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এস.এস আলুওয়ালিয়া।

আরও পড়ুন: প্রেশার কুকারে রুটি! নিমেষেই হয়ে যাচ্ছে ২০ খানা…এই গরমে সেঁকার ঝামেলা ভুলে যাবেন, দেখুন ভাইরাল পদ্ধতি

advertisement

যিনি মোদি মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন। ছিলেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ। এবার তিনি আসানসোলের প্রার্থী হয়েছেন। নিজভূমে প্রার্থী হয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই তাকে কেন্দ্র করে আশা দেখছেন স্থানীয় মানুষ।

মাইনাস কলোনির পুরানো মানুষজন বলছেন, একসময় এখানেই বড় হয়ে উঠতে দেখেছেন এসএস আলুওয়ালিয়াকে। এখানে তিনি তার স্কুল জীবন, কলেজ জীবন পার করেছেন। এখানে থাকার সময়ই তার রাজনীতিতে হাতে খড়ি।

advertisement

যদিও তারপর রাজনীতির ময়দানে উল্কা গতিতে তার উত্থান হয়েছে। প্রার্থীর পরিবার এখন আর এই জায়গায় থাকেন না। কিন্তু জীবনের একটা দীর্ঘ সময় তিনি এই জায়গায় কাটিয়েছেন। উল্লেখ্য, বিজেপিও এস.এস আলুওয়ালিয়াকে আসানসোলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে ভূমিপুত্র করে লড়াইয়ের ময়দানে নামিয়েছে।

খুব স্বাভাবিকভাবেই ঘরের ছেলে এলাকার প্রার্থী হওয়ায় স্থানীয় বহু মানুষ আশার আলো দেখছেন। অনেকের মনেই বাড়ছে প্রত্যাশা। কিন্তু কি চাইছেন তারা? স্থানীয় বাসিন্দারা বলছেন, এখানেই এক সময় ছিল বিখ্যাত অ্যালুমিনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়ার কারখানা।

advertisement

কিন্তু রুগ্ন হতে হতে সেই কারখানা আজ বন্ধ। তবে এই কারখানা চালু হলে বহু শিক্ষিত বেকারের চাকরি হবে। এলাকার আবার উন্নতি হবে। তাই তাদের সকলের আশা, ঘরের ছেলে এখান থেকে জয় পেলে তিনি যেন কারখানা খোলার ব্যাপারে উদ্যোগী হন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Election 2024: জরাজীর্ণ অবস্থা, অবহেলার ছাপ স্পষ্ট! ভোটের আগেই হঠাত্‍ কেন নজরে এই বাড়িটি? কারণ জানলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল