রানীগঞ্জের জে কে নগর এলাকার মাইনাস কলোনি। এখানেই রয়েছে এই জরাজীর্ণ বাড়িটি। কিন্তু কেন সবার কৌতুহল এই বাড়িটির দিকে? সেই কারণ জানলে চমকে যেতে হয়। কারণ স্থানীয়রা জানালেন, একসময় এই বাড়িতেই থাকতেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এস.এস আলুওয়ালিয়া।
advertisement
যিনি মোদি মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন। ছিলেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ। এবার তিনি আসানসোলের প্রার্থী হয়েছেন। নিজভূমে প্রার্থী হয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই তাকে কেন্দ্র করে আশা দেখছেন স্থানীয় মানুষ।
মাইনাস কলোনির পুরানো মানুষজন বলছেন, একসময় এখানেই বড় হয়ে উঠতে দেখেছেন এসএস আলুওয়ালিয়াকে। এখানে তিনি তার স্কুল জীবন, কলেজ জীবন পার করেছেন। এখানে থাকার সময়ই তার রাজনীতিতে হাতে খড়ি।
যদিও তারপর রাজনীতির ময়দানে উল্কা গতিতে তার উত্থান হয়েছে। প্রার্থীর পরিবার এখন আর এই জায়গায় থাকেন না। কিন্তু জীবনের একটা দীর্ঘ সময় তিনি এই জায়গায় কাটিয়েছেন। উল্লেখ্য, বিজেপিও এস.এস আলুওয়ালিয়াকে আসানসোলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে ভূমিপুত্র করে লড়াইয়ের ময়দানে নামিয়েছে।
খুব স্বাভাবিকভাবেই ঘরের ছেলে এলাকার প্রার্থী হওয়ায় স্থানীয় বহু মানুষ আশার আলো দেখছেন। অনেকের মনেই বাড়ছে প্রত্যাশা। কিন্তু কি চাইছেন তারা? স্থানীয় বাসিন্দারা বলছেন, এখানেই এক সময় ছিল বিখ্যাত অ্যালুমিনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়ার কারখানা।
কিন্তু রুগ্ন হতে হতে সেই কারখানা আজ বন্ধ। তবে এই কারখানা চালু হলে বহু শিক্ষিত বেকারের চাকরি হবে। এলাকার আবার উন্নতি হবে। তাই তাদের সকলের আশা, ঘরের ছেলে এখান থেকে জয় পেলে তিনি যেন কারখানা খোলার ব্যাপারে উদ্যোগী হন।
নয়ন ঘোষ