TRENDING:

Kunal Ghosh praises Tapas Roy: তাপস রায় পিছিয়ে নেই, বিজেপি প্রার্থীকে পাশে নিয়ে দাবি কুণালের! খোঁচা সুদীপকে

Last Updated:

ঘটনাচক্রে এ দিন কলকাতা উত্তর কেন্দ্রে বড় রোড শো করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু সেখানে হাজির না হয়ে অরাজনৈতিক মঞ্চ থেকে কুণাল যেভাবে তাপসের প্রশংসা করলেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কলকাতা উত্তরে আর ঠিক একমাস বাদে নির্বাচন৷ তার আগেই বিরাট চমক৷ ভোটের আগে একই মঞ্চে হাজির তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং বিজেপি প্রার্থী তাপস রায়৷ দু জনে এই সাক্ষাৎকে অরাজনৈতিক বললেও কুণাল এবং তাপস প্রকাশ্যেই পরস্পরের ভূয়সী প্রশংসা করেছেন৷ এমন কি, জনপ্রতিনিধি হিসেবে তাপসকে তিনি এক ইঞ্চি পিছিয়ে রাখতে পারবেন না বলে মন্তব্য করেও তৃণমূল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন কুণাল৷
একই মঞ্চ থেকে তাপস রায়কে প্রশংসায় ভরালেন কুণাল ঘোষ৷
একই মঞ্চ থেকে তাপস রায়কে প্রশংসায় ভরালেন কুণাল ঘোষ৷
advertisement

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে কলকাতা উত্তরের সাংসদ এবং তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একযোগে সরব হয়েছিলেন কুণাল ঘোষ এবং তাপস রায়৷ এর পর বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন তাপস৷ কলকাতা উত্তর কেন্দ্র থেকে তাঁকে প্রার্থীও করে বিজেপি৷ দল বদলের পরও তাপস এবং কুণালের সম্পর্কে চিড় ধরেনি, এ দিনের ঘটনা তারই প্রমাণ৷ বরং এ দিনও তাপসের হয়ে সওয়াল করতে গিয়ে নাম না করেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিঁধেছেন কুণাল ঘোষ৷

advertisement

আরও পড়ুন: গাড়ি থেকে নামিয়ে ছিলেন,সেই কাঞ্চনকে নিয়ে প্রচার করে কল্যাণকেই জবাব দিলেন দেব?

কলকাতা পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের একটি ক্লাবের রক্তদান শিবিরে এ দিন আমন্ত্রিত ছিলেন তাপস রায় এবং কুণাল ঘোষ৷ ঘটনাচক্রে দু জনে একই সময়ে ওই রক্তদান শিবিরে হাজির হন৷ মঞ্চে উঠে বক্তব্য রাখতে গিয়ে নিজের বিরোধী শিবিরের প্রার্থী তাপস রায়কে প্রশংসায় ভরিয়ে দেন কুণাল৷

advertisement

তাপস রায় সম্পর্কে কুণাল বলেন, ‘তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র৷ তাঁর দরজা সারাদিন সারারাত কর্মী, সাধারণ মানুষের জন্য খোলা থাকে৷ তাপসদা জানেন আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে৷ দুর্ভাগ্য, রাজনীতির ময়দানে আমরা অন্যদিকে চলে গিয়েছি৷’

এর পরেই তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিয়ে কুণাল বলেন, ‘সুদীপ বন্দ্যোপাধ্যায় এখান থেকে প্রার্থী হয়েছেন৷ কিন্তু জনপ্রতিনিধি হিসেবে তাপসদাকে এক ইঞ্চি পিছিয়ে রাখতে পারব না৷ পরে সাংবাদিক বৈঠক করেও নিজের বক্তব্যে অনড় থেকে নাম না করে সুদীপকে খোঁচা দিয়েই কুণাল বলেন, যাঁরা নিয়মিত এলাকায় যোগাযোগ রাখেন, ওই রক্তদান শিবিরে তাঁদেরকেই ডাকা হয়েছিল৷ শুধু ভোটের সময় রাস্তায় বেরোলে তো হয় না৷ কেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রক্তদান শিবিরে ডাকল না, ভেবে দেখা উচিত৷ তাপস রায় ভাল বলেই তো তাঁকে দলে রাখার চেষ্টা করা হয়েছিল৷ খারাপ হলে তো দলে রাখার চেষ্টা হত না৷’

advertisement

ঘটনাচক্রে এ দিন কলকাতা উত্তর কেন্দ্রে বড় রোড শো করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু সেখানে হাজির না হয়ে অরাজনৈতিক মঞ্চ থেকে কুণাল যেভাবে তাপসের প্রশংসা করলেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে৷

পাল্টা কুণালের প্রশংসা করেছেন তাপসও৷ বিজেপি প্রার্থী বলেন, ‘ব্যক্তি কুণাল ঘোষ আমার অত্যন্ত স্নেহের ছোট ভাইয়ের মতো৷ বরাবর মন দিয়ে সংগঠনটা করে৷ আমি অবাক হয়ে যাই, দু বছর দশ মাস ওকে অন্যায় ভাবে জেলে রাখা সত্ত্বেও তৃণমূলের হয়ে এ ভাবে গলা ফাটায়৷ কুণাল যখন জেলে ছিল, সেই সময় কিন্তু খ্যাঁক খ্যাঁক করে হেসে আনন্দ প্রকাশ করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ সেটাও নিশ্চয়ই কুণাল ঘোষের মনে আছে৷ ও যা কথা বলে সহজ, সত্যি কথা৷ মানুষের সমর্থন কার দিকে রয়েছে সেটা আপনারা সময় মতো জানতে পারবেন৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুণাল, তাপসের বিদ্রোহেও শেষ পর্যন্ত কলকাতা উত্তরের সাংসদের পাশেই ছিল দল৷ ক্ষোভে দলের পদও ছেড়েছিলেন কুণাল৷ এবার ভোটের মুখে কুণালের এ দিনের মন্তব্য তৃণমূলের অন্দরে নতুন বিতর্ক তৈরি করে কি না, সেটাই দেখার৷

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Kunal Ghosh praises Tapas Roy: তাপস রায় পিছিয়ে নেই, বিজেপি প্রার্থীকে পাশে নিয়ে দাবি কুণালের! খোঁচা সুদীপকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল