TRENDING:

Gujarat Election Results: বিজেপি-র পৌষ মাস, কংগ্রেসের সর্বনাশ! পাঁচ বছরে আমূল বদলে গেল গুজরাতের ছবি

Last Updated:

কংগ্রেসের এই শোচনীয় ফলের জন্য আম আদমি পার্টির ভূমিকাও যথেষ্ট বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আহমেদাবাদ: ৯৯ থেকে একেবারে ১৫৬৷  ২০১৭-র তুলনায় এক লাফে ৫৭টি আসন বাড়িয়ে নিল বিজেপি৷ পদ্ম শিবিরের এই ফল গুজরাতে নতুন নজির তৈরি করল৷ ১৯৮৫ সালের বিধানসভা নির্বাচনে গুজরাতে ১৪৯টি আসনে জয়ী হয়েছিল কংগ্রেস৷ সেই রেকর্ডও এবার ভেঙে দিল বিজেপি৷
গুজরাতে গেরুয়া ঝড়৷
গুজরাতে গেরুয়া ঝড়৷
advertisement

অন্যদিকে কংগ্রেসের ছবিটা সম্পূর্ণ উল্টো৷ ২০১৭-র তুলনায় একেবারে ৬০টি আসন কমে গিয়ে এবার গুজরাতে কংগ্রেস জয়ী হয়েছে মাত্র ১৭টি আসনে৷ গুজরাতের বারোটি জেলায় খাতাই খুলতে পারেনি কংগ্রেস৷ কংগ্রেসের এই শোচনীয় ফলের জন্য আম আদমি পার্টির ভূমিকাও যথেষ্ট বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷

আরও পড়ুন: তিনদিনে ২ বার গ্রেফতার? সাকেতের আবেদন নিয়ে সোচ্চার তৃণমূল! গুজরাতে প্রতিনিধি দল

advertisement

কচ্ছ, অমরেলি, জুনাগড়, সুরেন্দ্রনগর, সুরাত, তাপি সহ বারোটি জেলার সব আসনে জয় পেয়েছে বিজেপি৷ গেরুয়া ঝড়ে সবমিলিয়ে ৪৪ জন কংগ্রেস প্রার্থী এবং ১২৮ জন আপ প্রার্থীর জামানত জব্দ হয়েছে৷

নিজেদের অন্যতম শক্ত ঘাঁটি গুজরাতে এই একপেশে ফল ২০২৪ সালের আগে বিজেপি-র আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল৷ বরং আরও সঙ্কটে পড়ল তাদের প্রধান প্রতিপক্ষ কংগ্রেসের ভবিষ্যৎ৷

advertisement

আরও পড়ুন: আজও মেলেনি 'মুক্তি', এর মাঝেই ফের বিপাকে অনুব্রত, ইডি-র হাতে কোন নতুন তথ্য?

হিমাচলে কংগ্রেস জয় পেলেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গুজরাতের এই শোচনীয় ফল কংগ্রেসের জন্য বিরাট ধাক্কা৷ কারণ শুধুমাত্র বিজেপি-র কাছে নাস্তানাবুদ হওয়া নয়, গুজরাতে বিরোধী পরিসরে কংগ্রেসের জায়গা অনেকটাই দখল করে নিল আপ৷ আগামী বছর মধ্যপ্রদেশ, রাজস্থানে নির্বাচন৷ ওই দুই রাজ্যেও এতদিন প্রধান প্রতিপক্ষ ছিল বিজেপি এবং কংগ্রেস৷ কিন্তু গুজরাতের পর আপ এই রাজ্যগুলিতেও কংগ্রেসের চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে৷ সর্বোপরি, ২০২৪-এর নির্বাচনে জাতীয় স্তরে আপ এবং কংগ্রেসের এই ভোট ভাগাভাগির বিরাট প্রভাব পড়তে পারে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

গুজরাতে তুলনামূলকভাবে ভাল ফল করলেও হিমাচল প্রদেশে অবশ্য ধরাশায়ী হয়েছে অরবিন্দ কেজরীওয়ালের দল৷ হিমাচল প্রদেশে আপ খাতা খোলা দূরে থাক, মাত্র এক শতাংশ ভোট পেয়েছে৷ তা সত্ত্বেও ২০২৪ সালে বিজেপি-র প্রধান বিরোধী হিসেবে ক্রমশ কংগ্রেসকে চ্যালেঞ্জ ছু়ড়ে দিচ্ছে আম আদমি পার্টি৷

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Gujarat Election Results: বিজেপি-র পৌষ মাস, কংগ্রেসের সর্বনাশ! পাঁচ বছরে আমূল বদলে গেল গুজরাতের ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল