চলতি মাসে হিমাচল প্রদেশে বিধানসভা ভোট রয়েছে। হিমাচল প্রদেশে বিধানসভা ভোট ১২ নভেম্বর হবে। ভোটগণনা হবে ৮ ডিসেম্বর। এরপরই গুজরাত বিধানসভা ভোট এবং ৮ তারিখেই ফল ঘোষণার পর্ব। হিমাচল প্রদেশ বিধানসভা ভোটের ফলাফল এবং গুজরাতের ফলাফল একইদিনে গণনা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: দরজা খুলল বিবস্ত্র তরুণী, খাটে পড়ে যুবকের দেহ! সল্টলেকের গেস্ট হাউজে হাড়হিম ঘটনা
advertisement
গুজরাত বিধানসভায় মোট আসনের সংখ্যা ১৮২টি। গুজরাত বিধানসভা ভোটকে ঘিরে রাজনৈতিক দলগুলির প্রচার এখন তুঙ্গে। বিজেপির পাশাপাশি আপও গুজরাতের আসন্ন ভোটকে পাখির চোখ করে সর্বশক্তি নিয়ে ময়দানে ঝাঁপিয়েছে। ইতিমধ্যেই আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়েছেন। ওই নির্বাচনী প্রতিশ্রুতিগুলি নিয়ে চলছে বিতর্ক। বিজেপি, আপ ছাড়া গুজরাত বিধানসভা ভোটে জোরকদমে প্রচারে নেমেছে কংগ্রেস।
আরও পড়ুন: চোর সন্দেহে ল্যাম্পপোস্টে বেঁধে পিটিয়ে খুন, বারুইপুরে নৃশংস কাণ্ড! জালে ১২
কয়েকদিন আগেই গুজরাতের মোরবি জেলায় ব্রিজ ভেঙে পড়ে। রবিবার সন্ধ্যাতেই গুজরাতের মোরবিতে সেতু ভেঙে পড়ে শতাধিক মানুষের মৃত্যুর ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে সেখানে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেন। এই পরিস্থিতিতে মোরবির ঘটনা গুজরাত ভোটে প্রভাব ফেলতে পারে বলে মত রাজনৈতিক মহলের।