গ্রামবাসীরা জানিয়েছেন, তাঁরা কোনও রাজনৈতিক দলকে ভোট দেবেন না। এমনকী কোনও রাজনৈতিক দলকে প্রচারও চালাতে দেবেন না। গ্রামবাসীদের কথায়, আগে একাধিকবার আবেদন করা হয়েছিল ট্রেনের বিষয়ে। কিন্তু আদতে লাভের লাভ কিছুই হয়নি। শেষে বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
গ্রামবাসীরা জানান, এলাকার স্থানীয় একটি স্টেশনেই ট্রেনটি এসে থামত। কিন্তু কোভিড পরবর্তী সময় থেকেই এই ট্রেনটি বন্ধ রয়েছে। ফলে প্রাইভেট গাড়ি ভাড়া করে শহরের দিকে যেতে হচ্ছে তাঁদের। এর ফলে যাতায়াতেই ৩০০ টাকা খরচ চলে যাচ্ছে। ফলে প্রবল সমস্যার মধ্যে পড়েছেন গ্রামবাসীরা।
advertisement
আরও পড়ুন, কেউ লুকিয়েছে বেল্টে, কেউ জিন্সে! মুম্বই এয়ারপোর্টে উদ্ধার কোটি কোটি টাকার সোনা
গ্রামবাসীদের কথায় তাঁরা নতুন কোনও ট্রেনের দাবি করছেন না। শুধু আগের ট্রেনটিকেই ফের এই লাইনে চালু করার দাবি করছেন তাঁরা। অন্তত ১৭-১৮টি গ্রামের মানুষ এই ট্রেনটির উপর ভরসা করে থাকতেন। কাজের জন্য যাওয়া থেকে শুরু করে কলেজ যেতেও ভরসা ছিল এই ট্রেন।
আরও পড়ুন, ভোটে লড়বেন? অবশেষে মনের ইচ্ছার কথা জানালেন পিকে
ডিসেম্বরের ১ এবং ৫ তারিখ মোট দুই দফায় চলবে গুজরাত বিধানসভা নির্বাচন। এই ভোটকেই বয়কটের ডাক দিয়েছেন ১৮টি গ্রামের বাসিন্দারা। তাঁদের দাবি, ট্রেন চালু না হলে একটি ভোটও এই এলাকা থেকে ইডিএম-এ পড়বে না।