এনডিএ জোট ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী কে হবে, তা নিয়ে সম্পষ্ট কোনও বার্তা দেয়নি বিজেপি কিংবা জেডি(ইউ)৷ তা নিয়ে বার বার কটাক্ষ করেছেন কংগ্রেস, আরজেডি-দের মহাগঠবন্ধন জোটের নেতারা৷
সম্প্রতি নীতীশের বারবার জোট বদলানোর অভ্যাসকে কটাক্ষ করেছেন মহাগঠবন্ধন জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তা আরজেডি নেতা লালুপুত্র তেজস্বী যাদব৷
লালুপুত্রের কটাক্ষ, ‘‘আঙ্কলজির (নীতীশ কুমার) তো নেচার বার বারই বদলাতে থাকে৷ কখনও এই দিকে তো কখনও ওই দিকে৷’’
advertisement
সহরসায় একটি নির্বাচনী সভায় দাড়িয়ে তেজস্ব বলেন, ‘‘অমিত শাহ বনছেন, ভোটের পরে বিজেপি ঠিক করবে, কে বিহারের মুখ্যমন্ত্রী হবে৷ একটা বিষয় এখানে পরিষ্কার৷ আবারও একবার নীতীশ কুমারকেমোদি হাইজ্যাক করে নিয়েছে৷ আপনারা তো সবাইজানেন, চাচাজির স্বভাব৷মনের দিক থেকে ভাল৷ কিন্তু, দুঃখ হয় দেখে বিজেপি ওঁর সঙ্গে এমন খারাপ আচরণ করে৷’’
শুক্রবার থেকে বিহারে নির্বাচনী প্রচার শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এদিন মোদিকেও এক হাত নেন লালু-পুত্র৷ কটাক্ষ করে বলেন, ‘‘উনি গুজতরাতে সব ফ্যাক্সটি বানাচ্ছেন, আর বিহারে জিততে চাইছেন৷ এটা হবে না৷ আমরা বিহারী, আমরা বাইরে থেকে আসা লোককে ভয় পাই না৷ লালুজি-ই যখন মোদিকে ভয় পান না, তাহলে আমরাই বা কেন পাব’’
এরপরই আবার মহাগঠবন্ধন জোটের নির্বাচনী প্রতিশ্রুতির চমকের কথা মনে করিয়ে দেন তেজস্বী, ‘‘আমরা ফাঁকা আওয়াজ করি না৷ আমি যা বলেছি, তাই করব৷ গত ২০ বছরে সরকার যা করতে পারেনি, আগামী২০ মাসে তা করব৷’’ প্রসঙ্গত, ক্ষমতায় এলে প্রতিটা পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তেজস্বী৷
