TRENDING:

Bihar Assembly Election: ‘চাচাজি’র নেচার তো জানেন...,’ নীতীশকে ধুয়ে দিলেন লালুপুত্র! মোদির মুখে প্রশংসা জুটল বটে, তবে তেজস্বী যা বললেন...

Last Updated:

সহরসায় একটি নির্বাচনী সভায় দাড়িয়ে তেজস্ব বলেন, ‘‘অমিত শাহ বনছেন, ভোটের পরে বিজেপি ঠিক করবে, কে বিহারের মুখ্যমন্ত্রী হবে৷ একটা বিষয় এখানে পরিষ্কার৷ আবারও একবার নীতীশ কুমারকেমোদি হাইজ্যাক করে নিয়েছে৷ আপনারা তো সবাইজানেন, চাচাজির স্বভাব৷মনের দিক থেকে ভাল৷ কিন্তু, দুঃখ হয় দেখে বিজেপি ওঁর সঙ্গে এমন খারাপ আচরণ করে৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটনা: ভোটের তাওয়ায় ফুটছে বিহার৷ আজ, শুক্রবার থেকেই বিহারে নির্বাচনী প্রচার শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কর্পুরি ঠাকুরের জন্মস্থান সমস্তিপুর জেলার কর্পুরিগ্রাম থেকে৷ আর সভামঞ্চ থেকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদি এই প্রথম জোর গলায় দাবি করলেন, জেডি (ইউ) প্রধান নীতীশ কুমারের নেতৃত্বেই রেকর্ড ভোটে জিতে বিহারে ক্ষমতায় আসবে এনডিএ জোট সরকার৷ এই প্রথম নির্বাচনী মুখ হিসাবে নীতীশের নাম সর্বসমক্ষে শোনা গেল মোদির গলায়৷ তবে এনডিএ ক্ষমতায় এলে নীতীশই যে মুখ্যমন্ত্রী হবেন, তেমন আভাস জোটসঙ্গী বিজেপির কাছ থেকে মেলেনি৷
News18
News18
advertisement

এনডিএ জোট ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী কে হবে, তা নিয়ে সম্পষ্ট কোনও বার্তা দেয়নি বিজেপি কিংবা জেডি(ইউ)৷ তা নিয়ে বার বার কটাক্ষ করেছেন কংগ্রেস, আরজেডি-দের মহাগঠবন্ধন জোটের নেতারা৷

সম্প্রতি নীতীশের বারবার জোট বদলানোর অভ্যাসকে কটাক্ষ করেছেন মহাগঠবন্ধন জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তা আরজেডি নেতা লালুপুত্র তেজস্বী যাদব৷

লালুপুত্রের কটাক্ষ, ‘‘আঙ্কলজির (নীতীশ কুমার) তো নেচার বার বারই বদলাতে থাকে৷ কখনও এই দিকে তো কখনও ওই দিকে৷’’

advertisement

আরও পড়ুন: ফেভিকল, ক্যাডবেরির সেইসব কিংবদন্তি বিজ্ঞাপন…‘সুর থেমে গেল’ তার স্রষ্টার, প্রয়াত সেই অ্যাডম্যান পীযূষ পাণ্ডে

সহরসায় একটি নির্বাচনী সভায় দাড়িয়ে তেজস্ব বলেন, ‘‘অমিত শাহ বনছেন, ভোটের পরে বিজেপি ঠিক করবে, কে বিহারের মুখ্যমন্ত্রী হবে৷ একটা বিষয় এখানে পরিষ্কার৷ আবারও একবার নীতীশ কুমারকেমোদি হাইজ্যাক করে নিয়েছে৷ আপনারা তো সবাইজানেন, চাচাজির স্বভাব৷মনের দিক থেকে ভাল৷ কিন্তু, দুঃখ হয় দেখে বিজেপি ওঁর সঙ্গে এমন খারাপ আচরণ করে৷’’

advertisement

শুক্রবার থেকে বিহারে নির্বাচনী প্রচার শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এদিন মোদিকেও এক হাত নেন লালু-পুত্র৷ কটাক্ষ করে বলেন, ‘‘উনি গুজতরাতে সব ফ্যাক্সটি বানাচ্ছেন, আর বিহারে জিততে চাইছেন৷ এটা হবে না৷ আমরা বিহারী, আমরা বাইরে থেকে আসা লোককে ভয় পাই না৷ লালুজি-ই যখন মোদিকে ভয় পান না, তাহলে আমরাই বা কেন পাব’’

advertisement

আরও পড়ুন: বাতাসে বিষ, তা-ও শিক্ষা নেই! দিল্লির রাস্তা গিজ গিজ করছে বাজির বাক্স, ভিডিও দেখে হাহাকার রাজধানীবাসীর

সেরা ভিডিও

আরও দেখুন
হাওড়ার কারখানায় ভয়াবহ আগুন, ভয়ে রাস্তায় রাত কাটালেন স্থানীয়রা
আরও দেখুন

এরপরই আবার মহাগঠবন্ধন জোটের নির্বাচনী প্রতিশ্রুতির চমকের কথা মনে করিয়ে দেন তেজস্বী, ‘‘আমরা ফাঁকা আওয়াজ করি না৷ আমি যা বলেছি, তাই করব৷ গত ২০ বছরে সরকার যা করতে পারেনি, আগামী২০ মাসে তা করব৷’’ প্রসঙ্গত, ক্ষমতায় এলে প্রতিটা পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তেজস্বী৷

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Bihar Assembly Election: ‘চাচাজি’র নেচার তো জানেন...,’ নীতীশকে ধুয়ে দিলেন লালুপুত্র! মোদির মুখে প্রশংসা জুটল বটে, তবে তেজস্বী যা বললেন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল