TRENDING:

Exit Poll Result 2024: দক্ষিণ ভারতে হাড্ডাহাড্ডি, তামিলনাড়ু-কেরলে অপ্রতিরোধ্য I.N.D.I.A

Last Updated:

Exit Poll Result 2024: পাশাপাশি, ইঙ্গিত পাওয়া গিয়েছে, কেরল ও তামিলনাড়ু ভাল ফল করতে চলেছে বিজেপি বিরোধী দলগুলি৷ তবে সব মিলিয়ে দক্ষিণে ভাল ফল করতে চলেছে বিজেপি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: দক্ষিণ ভারতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ও ইন্ডিয়া জোট৷ নিউজ এইট্টিন-এর মেগা এক্সিট পোলে তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে৷ পাশাপাশি, ইঙ্গিত পাওয়া গিয়েছে, কেরল ও তামিলনাড়ু ভাল ফল করতে চলেছে বিজেপি বিরোধী দলগুলি৷ তবে সব মিলিয়ে দক্ষিণে ভাল ফল করতে চলেছে বিজেপি৷
 সাজানো বুথ!
সাজানো বুথ!
advertisement

এক্সিট পোল ২০২৪ লোকসভা নির্বাচনেরএক্সিট পোল ২০২৪ পশ্চিমবঙ্গ নির্বাচন

নিউজ এইট্টিনের মেগা এক্সিট পোলের যে সংখ্য মিলেছে, সেখানে বলা হয়েছে, তামিলনাড়ু থেকে মোট ৩৯ আসনের মধ্যে বিজেপি পেতে পারে ১-৩টি আসন৷ কংগ্রেস পেতে পারে ৮ থেকে ১১টি আসন৷ অর্থাৎ সব মিলিয়ে ইন্ডিয়া জোটের খাতায় আসতে পারে ৩৬ থেকে ৩৯টি আসন৷ আর এআইএডিএমকে পেতে পারে ০-২টি আসন৷ পুদুচেরির একটি মাত্র আসন পেতে পারে কংগ্রেস৷

advertisement

কেরলে মোট ২০টি সিটের মধ্যে ১৫ থেকে ১৮টি আসন পেতে পারে ইন্ডিয়া জোট, ২ থেকে ৫টি আসন পেতে পারে অন্যরা এবং বিজেপি পেতে পারে ১ থেকে ৩টি আসন৷ লক্ষদ্বীপে এটি আসন যেতে পারে ইন্ডিয়া জোটের দখলে৷ কর্ণাটকের মোট ২৮টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ২১ থেকে ২৪টি আসন, এনডিএ পেতে পারে ২৩-২৬ আসন৷ আর ইন্ডিয়া জোট পেতে পারে ৩ থেকে ৭টি আসন৷

advertisement

এ ছাড়া অন্ধ্রপ্রদেশে মোট ২৫টি আসনের মধ্যে ৪ থেকে ৬টি আসন পেতে বিজেপি৷ ইন্ডিয়া জোটের কাছে যেতে পারে ১৯-২২টি আসন৷ এ ছাড়া তেলঙ্গানায় ১৭টি আসনের মধ্যে ৭-১০টি আসন পেতে পারে এনডিএ, ইন্ডিয়া জোট পেতে পারে ৫-৮টি আসন, অন্যরা পেতে পারে ৩ থেকে ৫টি আসন৷

দক্ষিণের এই রাজ্যগুলির মোট ১৩১টি আসনের মধ্যে বিজেপি একক ভাবে পেতে পারে ৩৪ থেকে ৩৬টি আসন, এনডিএ জোট পেতে পারে ৫১-৫৪টি আসন, কংগ্রেস পেতে পারে ৩১-৩৪ টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে ৬৪ থেকে ৬৭টি আসন, অন্যরা পেতে পারে ১৪-১৭টি আসন৷

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Exit Poll Result 2024: দক্ষিণ ভারতে হাড্ডাহাড্ডি, তামিলনাড়ু-কেরলে অপ্রতিরোধ্য I.N.D.I.A
Open in App
হোম
খবর
ফটো
লোকাল