ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে উনিশে এপ্রিল থেকে শুরু হয়েছে প্রথম দফার লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। লোকসভা নির্বাচনের উত্তাপ জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। গ্রীষ্মের তাপমাত্রার পারদ মেরেছে। অন্যদিকে রাজনৈতিক উত্তাপ বেড়েছে তার কারণ লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে সকল লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে শাসক থেকে বিরোধী সমস্ত দলের প্রার্থীরা ভোটারদের মন জয় করতে রাজনৈতিক প্রচার ময়দানে নেমে পড়েছে।
advertisement
আরও পড়ুন: নন্দীগ্রামে দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে মারাত্মক ঘটনা! একবার নয়, বারবার যা ঘটল, ভয়ঙ্কর!
এর পাশাপাশি এই গরমকে উপেক্ষা করে যাদবপুর লোকসভা কেন্দ্র সি পি আই এম প্রার্থী সৃজন ভট্টাচার্য সোনারপুর এলাকায় সি পি আই এম কর্মী সমর্থক দের সঙ্গে নিয়ে গরমের মধ্যে মানুষের দরজায় দরজায় গিয়ে ভোট প্রচার করলেন। আর এই গরম থেকে বাঁচতে কর্মী সমর্থকদের সাথে কাঁচা ছোলা আবার কখনও ডাবের জল আবার কখনও গ্লুকোজের জলে চুমুক দিচ্ছেন তিনি। এর পাশাপাশি তিনি বলেন তবে কর্মীরাই মুল সম্পদ। এই গরমের মধ্যে প্রচারে তারাই অনুপ্রেরণা।
কর্মীরা এই গরমে বের হলে তারা যাতে ছাতা নিয়ে বের হন তার অনুরোধ জানান তিনি। এদিন প্রচারে বেরিয়ে যোগ্যদের অবিলম্বে চাকরির দাবি জানান তিনি। সোনারপুর উত্তর বিধানসভা এলাকার খেয়াদহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতে এলাকায় নির্বাচনী প্রচার সাড়লেন তিনি। এই এলাকায় মানুষ এতদিন ভোট দিতে পারেনি। এলাকায় অনুন্নয়নের ছাপ স্পষ্ট। তোলাবাজি ও মাটি মাফিয়াদের দাপট। তা বন্ধ করতেই তাকে ভোট দেওয়ার দাবি জানান। একইসাথে তিনি বলেন মানুষ যাতে একশো দিনের কাজ পায় ও কৃষিকাজে সুবিধা হয় তাও সুনিশ্চিত করা হবে।
—– সুমন সাহা