TRENDING:

Abhishek Banerjee: 'একটা বিধায়ক, সাংসদ ভাঙালে চারটে ভাঙাতে পারি!' মালদহে চ্যালেঞ্জ অভিষেকের, অধীরকেও নিশানা

Last Updated:

মঙ্গলবার মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রে দলের প্রার্থী শাহনওয়াজ আলি রেহানের হয়ে প্রচারে যান অভিষেক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: বিজেপি যদি তৃণমূলের একজন বিধায়ক অথবা সাংসদকে দলে টানে, তাহলে পাল্টা তৃণমূল চার জনকে বিজেপি থেকে ভাঙিয়ে নিয়ে আসার ক্ষমতা রাখে৷ মঙ্গলবার মালদহে ভোট প্রচারে গিয়ে এমনই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে মালদহে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্যই কংগ্রেস প্রার্থী দিয়েছে বলে অভিযোগ করেন অভিষেক৷
অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
advertisement

মঙ্গলবার মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রে দলের প্রার্থী শাহনওয়াজ আলি রেহানের হয়ে প্রচারে যান অভিষেক৷ সেই সভা থেকেই বিজেপি-র পাশাপাশি কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকেও নিশানা করেন তিনি৷ একই সঙ্গে আত্মবিশ্বাসী অভিষেকের দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রবণতা ধরে রেখেই মালদহে লোকসভা ভোটেও দুর্দান্ত ফল করবে তৃণমূল৷

আরও পড়ুন: দেবকে দেখেই জয় শ্রীরাম! তৃণমূল প্রার্থী যা করলেন, হতবাক বিজেপি কর্মী, দেখুন ভিডিও

advertisement

মালদহ দক্ষিণ কেন্দ্রটি এই মুহূর্তে কংগ্রেসেরই দখলে রয়েছে৷ যদিও অধীরকে নিশানা করে অভিষেক বলেন, ‘প্রদেশ কংগ্রেসের নেতা অধীর চৌধুরী চেয়েছিলেন কী করে বিজেপির হাত শক্ত করা যায়। এখানে কংগ্রেসের যে প্রার্থী হয়েছেন তিনি বিধানসভায় এক লক্ষের বেশি ভোটে হেরেছেন৷ এক হাজার বা পাঁচ হাজার নয়৷ এক লাখ ত্রিশ হাজার ভোটে হেরেছেন৷ এর পরেও বিজেপিকে সুবিধা করে দিতে ভোট কাটার জন্য লড়াই করছে লোকসভায়। বিধানসভায় আপনারা এই জেলায় একাধিক আসন আমাদের দিয়েছেন। এটা যেন বজায় থাকে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টাকা খরচ করে রাজস্থান ছুটতে হবে না! বাংলায় বসেই দেখুন ঐতিহ্যবাহী শিশ মহল
আরও দেখুন

লোকসভা নির্বাচনে যে মালদহ দক্ষিণ কংগ্রেসের থেকে ছিনিয়ে নিতে তিনি আত্মবিশ্বাসী, তা বার বার বুঝিয়েছেন অভিষেক৷ বিধানসভা ভোটের কথা মনে করিয়ে তিনি বলেন, ‘আত্মসমর্পণ করব না। মেরুদণ্ড বিক্রি করব না৷ মাথা উঁচু করে ভোট দিন। তিন লক্ষের বেশি ভোটে জেতাতে হবে৷ সবচেয়ে বেশি ভোটে যেন জেতা হয়৷ এই জেলায় একটা আসন কংগ্রেস জিতছে৷ একটা আসন বিজেপি জিতেছিল। ২০২১ সালে উচিত শিক্ষা দিয়েছেন৷ এদের কে এবারও উচিত শিক্ষা দিতে হবে। আমাদের দল ভাঙাতে এসে কি লাভ হল? লবডঙ্কা। যেদিন গেল তার পরের দিন ফিরে এল। সবাইকে অবশ্য নিইনি৷ ওরা একটা বিধায়ক বা সাংসদ ভাঙালে আমরা চারটা ভাঙাতে পারি।’

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Abhishek Banerjee: 'একটা বিধায়ক, সাংসদ ভাঙালে চারটে ভাঙাতে পারি!' মালদহে চ্যালেঞ্জ অভিষেকের, অধীরকেও নিশানা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল