Dev: দেবকে দেখেই জয় শ্রীরাম! তৃণমূল প্রার্থী যা করলেন, হতবাক বিজেপি কর্মী, দেখুন ভিডিও

Last Updated:

দেব আসার খবর পেয়ে আগে থেকই বিমানবন্দরের বাইরে জড়ো হন জনাকয়েক বিজেপি কর্মী সমর্থক৷

+
জয়

জয় শ্রী রাম স্লোগান দেওয়া ব্যক্তিকে জড়িয়ে ধরলেন দেব

শিলিগুড়ি: সাংসদ হিসেবে দশ বছরের মেয়াদ ফুরনোর মুখে দাঁড়িয়ে তিনি৷ নিন্দুকরা অবশ্য বলেন, রাজনীতিবিদ হিসেবে পরিণত নন দেব৷ বিরোধী শিবির যাই বলুক না কেন, লোকসভা নির্বাচনের মুখে নিজের কেন্দ্র ঘাটালের পাশাপাশি নিজের দল তৃণমূল কংগ্রেসের অন্যান্য প্রার্থী হয়েও সমান তালে প্রচারে ব্যস্ত দেব৷
আর সেই প্রচার করতে গিয়েই দেব বোঝালেন, রাজনীতিবিদ হিসেবেও দশ বছরের অভিজ্ঞতা তাঁকে অনেক কিছুই শিখিয়েছে, তা সে নিন্দুকরা যাই বলুক না কেন৷
এ দিন রায়গঞ্জ এবং বালুরঘাটে দলের দুই প্রার্থী কৃষ্ণ কল্যাণী এবং বিপ্লব মৈত্রের হয়ে প্রচার করতে যান দেব৷ বাগডোগরা বিমানবন্দরে নামার পর দেব বাইরে আসতেই অভিনেতাকে ঘিরে ধরেন ভক্তরা৷ সেলফি তোলেন অনেকেই৷
advertisement
advertisement
দেব আসার খবর পেয়ে আগে থেকই বিমানবন্দরের বাইরে জড়ো হন জনাকয়েক বিজেপি কর্মী সমর্থক৷ দেবকে দেখেই জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন তাঁরা৷ তা কানে আসতেই ওই বিজেপি কর্মীদের দিকে এগিয়ে যান ঘাটালের তৃণমূল প্রার্থী৷ একেবারে সামনে দাঁড়িয়ে যে যুবক জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিলেন, তাঁকেই জড়িয়ে ধরেন দেব৷ এতক্ষণ যাঁকে উদ্দেশ্য করে যিনি জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিলেন, সেই দেব গিয়ে তাঁকে জড়িয়ে ধরায় রীতিমতো হতবাক হয়ে যান ওই যুবক৷ মুখে হাসিও ফোটে তাঁর৷ ততক্ষণে চুপ করে গিয়েছেন তাঁর সঙ্গীরাও৷ এর পরই হাসিমুখে রায়গঞ্জের সভার উদ্দেশ্যে রওনা দেন দেব৷
advertisement
বিমানবন্দর ছাড়ার আগে অবশ্য দেব বলেন, একটা লোক অতক্ষণ দাঁড়িয়েছিল, সুযোগ পেয়েছিল আমাকে দেখে জয় শ্রীরাম বলার৷ তাই আমিও এগিয়ে দিয়ে জড়িয়ে ধরলাম৷ সবসময় রাগ অভিমান দিয়ে তো সবকিছু হয় না, ভালবাসা দিয়েও কাজ হয়৷ ওরা সঙ্গে সঙ্গে চুপ করে গেল৷ হাতেনাতে তো প্রমাণ দিলাম৷ জড়িয়ে ধরার পর আর কিছু বলতে পারছে না৷ অথচ সামনেই দাঁড়িয়ে৷ আমার জয় শ্রীরাম বলতে কোনও আপত্তি নেই৷ আর আমার মনে হয় শ্রীরাম সব ভারতবাসীর৷ ভারতীয়দের ধর্ম শেখাতে আসবেন না৷
advertisement
ঘাটালের তৃণমূল প্রার্থী আরও বলেন, দেবকে দেখে একটু স্লোগান হবে না, হয় নাকি৷ আর দেব জানে এ সব কীভাবে সামলাতে হয়৷
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Dev: দেবকে দেখেই জয় শ্রীরাম! তৃণমূল প্রার্থী যা করলেন, হতবাক বিজেপি কর্মী, দেখুন ভিডিও
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement