আপের সুরাট আসনের প্রার্থী হয়েছিলেন কাঞ্চন জারিওয়ালা৷ তাঁকেই অপহরণ করা হয়েছে বলে একের পর এক ট্যুইটে অভিযোগ করেছে আপ৷ অপহরণ করার পর তাঁকে পুলিশের নজরেই নিয়ে আসা হয়েছিল নির্বাচন কমিশনের অফিসে৷ তার পর সেখানে জোর করে মনোনয়ন প্রত্যাহার করিয়ে ফের তাঁকে নিয়ে যাওয়া হয়েছে অজ্ঞাত স্থানে৷ নির্বাচন কমিশনে এই নিয়ে অভিযোগও জানিয়েছে আপ৷
advertisement
আরও পড়ুন, 'সব প্রাপ্য টাকা নিয়ে রাখছে', ফের কেন্দ্রকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
আরও পড়ুন, এবার লক্ষ্য কালীঘাট! চাকরিপ্রার্থীদের তুমুল বিক্ষোভ, পরের কাণ্ড মারাত্মক
আপের অভিযোগ, ওই প্রার্থীর পরিবারের লোকেরাও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না৷ আপের নেতা মনীশ সিসোদিয়া বলেছেন, জারিওয়ালাকে বিপুল পুলিশি নিরাপত্তায় রিটার্নিং অফিরারের কাছে নিয়ে আসা হয়, তার পর সেখানে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন৷ নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়ে তিনি ট্যুইট করেছেন, ‘‘এই প্রার্থীকে অপহরণ করা হয়েছিল৷ বন্দুক ঠেকিয়ে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করা হয়েছে৷ নির্বাচন কমিশনের জন্য এর থেকে বড় জরুরি অবস্থা আর কী হতে পারে৷ তাই আমরা নির্বাচন কমিশনের কাছে এসেছি দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি নিয়ে৷’’
আপের দাবি, বিজেপি ভয় পেয়েছে৷ পরাজয়ের সেই ভয়ের কারণেই যেন কোনও পথে ভোটে জিততে চাইছে৷ গুজরাতে দু’দফায় অর্থাৎ ১ ডিসেম্বর ও ৫ ডিসেম্বর নির্বাচন হতে চলেছে৷ ৮ ডিসেম্বর এই দুই রাজ্যে হতে চলেছে ভোট গণনা৷