TRENDING:

অপহরণ, বন্দুক ঠেকিয়ে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করা হয়েছে, গুজরাতে অভিযোগ আপের

Last Updated:

আপের অভিযোগ, ওই প্রার্থীর পরিবারের লোকেরাও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গুজরাত নির্বাচনের দিন কয়েক আগে মারাত্মক অভিযোগ তুলল অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি৷ অভিযোগ শাসকদল বিজেপির বিরুদ্ধে৷ অভিযোগে বলা হয়েছে, আপের এক প্রার্থীকে অপহরণ করে, মাথায় বন্দুক ঠেকিয়ে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করেছে শাসকদল বিজেপি৷ জোর করে নির্বাচন কমিশনের অফিসে নিয়ে গিয়ে মনোয়ন প্রত্যাহারে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে৷ যদিও অভিযোগের কোনও জবাব দেয়নি বিজেপি৷
অভিযোগ মণীশ সিসোদিয়ার
অভিযোগ মণীশ সিসোদিয়ার
advertisement

আপের সুরাট আসনের প্রার্থী হয়েছিলেন কাঞ্চন জারিওয়ালা৷ তাঁকেই অপহরণ করা হয়েছে বলে একের পর এক ট্যুইটে অভিযোগ করেছে আপ৷ অপহরণ করার পর তাঁকে পুলিশের নজরেই নিয়ে আসা হয়েছিল নির্বাচন কমিশনের অফিসে৷ তার পর সেখানে জোর করে মনোনয়ন প্রত্যাহার করিয়ে ফের তাঁকে নিয়ে যাওয়া হয়েছে অজ্ঞাত স্থানে৷ নির্বাচন কমিশনে এই নিয়ে অভিযোগও জানিয়েছে আপ৷

advertisement

আরও পড়ুন, 'সব প্রাপ্য টাকা নিয়ে রাখছে', ফের কেন্দ্রকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন, এবার লক্ষ্য কালীঘাট! চাকরিপ্রার্থীদের তুমুল বিক্ষোভ, পরের কাণ্ড মারাত্মক

আপের অভিযোগ, ওই প্রার্থীর পরিবারের লোকেরাও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না৷ আপের নেতা মনীশ সিসোদিয়া বলেছেন, জারিওয়ালাকে বিপুল পুলিশি নিরাপত্তায় রিটার্নিং অফিরারের কাছে নিয়ে আসা হয়, তার পর সেখানে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন৷ নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়ে তিনি ট্যুইট করেছেন, ‘‘এই প্রার্থীকে অপহরণ করা হয়েছিল৷ বন্দুক ঠেকিয়ে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করা হয়েছে৷ নির্বাচন কমিশনের জন্য এর থেকে বড় জরুরি অবস্থা আর কী হতে পারে৷ তাই আমরা নির্বাচন কমিশনের কাছে এসেছি দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি নিয়ে৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আপের দাবি, বিজেপি ভয় পেয়েছে৷ পরাজয়ের সেই ভয়ের কারণেই যেন কোনও পথে ভোটে জিততে চাইছে৷ গুজরাতে দু’দফায় অর্থাৎ ১ ডিসেম্বর ও ৫ ডিসেম্বর নির্বাচন হতে চলেছে৷ ৮ ডিসেম্বর এই দুই রাজ্যে হতে চলেছে ভোট গণনা৷

বাংলা খবর/ খবর/নির্বাচন/
অপহরণ, বন্দুক ঠেকিয়ে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করা হয়েছে, গুজরাতে অভিযোগ আপের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল