TRENDING:

ICSE Result 2023|| আইসিএসই পরীক্ষায় প্রথম, ক'জন প্রাইভেট শিক্ষক ছিল সম্বিতের? জানলে চমকে যাবেন 

Last Updated:

ICSE 2023 Results: সম্বিতের বাবা আরও জানান যে পড়াশোনার থেকে বেশি দাবা নিয়ে থাকতো সম্বিত। ক্রিকেট খেলা দেখতেও ভালবাসত, তার পছন্দের খেলোয়াড় ধনী এবং প্রিয় খাবার বিরিয়ানি...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: দশম শ্রেণীর সর্বভারতীয় আইসিএসই বোর্ডের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের সম্বিত মুখোপাধ্যায়। সম্বিত মুখোপাধ্যায়ের বাড়ি বর্ধমান শহরের পার্কাস রোড এলাকায়। মোট ৫০০ এর মধ্যে সম্বিতের প্রাপ্ত নম্বর ৪৯৯।
advertisement

সম্বিতের বাবা একজন কেমিক্যাল বিজ্ঞানী। মা সুতপা মুখোপাধ্যায় দেবীপুর স্টেশন গার্লস হাই স্কুলের শিক্ষিকা। সম্বিত জানিয়েছে তার ভবিষ্যতে একজন সফটওঅ্যার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে।

আরও পড়ুনঃ আজ ফের কালবৈশাখীর তাণ্ডব? বৃষ্টিতে ভাসবে জেলা? রইল আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস

Check : ডব্লিউবি মাধ্যমিক 10 তম ফলাফল 2023

advertisement

নিজের পড়াশোনা সম্পর্কে সম্বিত জানায়, সারা দিন বই নিয়ে সে বসে থাকেনি, স্বাভাবিক ভাবেই দিনে ৭-৮ ঘন্টা পড়েছে। শুধু পরীক্ষার সময় ১০-১২ ঘন্টা পড়েছে। পড়াটাকে কখনও চাপ হিসাবে নেয়নি সে বরং মজা হিসাবেই গ্রহণ করেছে। পড়াশোনার পাশাপাশি গিটার বাজানো, ছবি আঁকা আর দাবা খেলা তাঁর শখ। দাবা খেলার এতই নেশা কাউকে না পেলে সম্বিত নিজেই অনলাইন প্ল্যাটফর্মে তার ট্যাব দিয়ে দাবা খেলত। সম্বিতের এই দুর্দান্ত ফলাফলের খবরে স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন সম্বিতের পরিবার।

advertisement

সম্বিতের বাবা জানান, সম্বিত ভাল রেজাল্ট করবে জানতাম, খুব ভাল রেজাল্ট করবে সেটাও জানতাম কিন্তু অল ইন্ডিয়াতে যে প্রথম হবে আশা করিনি। সম্বিতের বাবা আরও জানান যে পড়াশোনার থেকে বেশি দাবা নিয়ে থাকতো সম্বিত। ক্রিকেট খেলা দেখতেও ভালবাসত, তার পছন্দের খেলোয়াড় ধনী এবং প্রিয় খাবার বিরিয়ানি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সম্বিতের আরও জানিয়েছে, স্কুলে শিক্ষাগ্রহণের পাশাপাশি অতিরিক্ত সাত জন শিক্ষকের কাছে সে পড়তে যেত । তবে প্রত্যেক শিক্ষকের কাছেই সম্বিত ব্যাচে পড়তে যেত, বাড়িতে বিশেষ ভাবে একা পড়ার জন্য কোনও শিক্ষক সম্বিত নেয়নি। সম্বিতের এ হেন সাফল্যে স্বাভাবিক ভাবেই খুশি হয়েছেন তার শিক্ষক, শিক্ষিকা থেকে শুরু করে বন্ধুবান্ধব এবং পরিবারের সকলেই।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
ICSE Result 2023|| আইসিএসই পরীক্ষায় প্রথম, ক'জন প্রাইভেট শিক্ষক ছিল সম্বিতের? জানলে চমকে যাবেন 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল