TRENDING:

Wipro Recruitment 2021: ৩.৫ লক্ষ টাকা বেতনে প্রজেক্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করবে Wipro, আবেদন করুন শীঘ্র

Last Updated:

Wipro Recruitment 2021: প্রার্থীদের আজ, অর্থাৎ ৩১ জানুয়ারি, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি আইটি মেজর হাব উইপ্রোর (Wipro) তরফে নবাগত তরুণ-তরুণীদের বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা Wipro-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
উইপ্রোতে নিয়োগ
উইপ্রোতে নিয়োগ
advertisement

Wipro Recruitment 2021: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আজ, অর্থাৎ ৩১ জানুয়ারি, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন।

প্রায় সমস্ত শাখাতেই রিক্রুট করা হবে। এর মধ্যে থাকছে ফ্যাশন টেকনোলজি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার এবং ফুড টেকনোলজি। উইপ্রোর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Career’ পেজে ক্লিক করে প্রার্থীদের আবেদন করতে হবে।

advertisement

Wipro Recruitment 2021: আবেদনের যোগ্যতা

আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ৬ সিজিপিএ/ ৬০% নম্বর সহ বি.ই/বি.টেক বা এমই/এম.টেক ডিগ্রি (৫ বছরের ইন্টিগ্রেটেড কোর্স) থাকা আবশ্যক। অফার স্টেজে একটি মাত্র ব্যাকলগ সহ প্রার্থীদের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও প্রার্থীদের দশম এবং দ্বাদশ শ্রেণিতে ৬০% নম্বর থাকতে হবে।

advertisement

আরও পড়ুন - ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির অধীনে নিয়োগ; জানুন বিশদে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের দশম থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত কোনও প্রকারের বিচ্ছিন্নতা অনুমোদন করা হবে না। প্রার্থীদের ভারতীয় নাগরিক হতে হবে অথবা পিআইও/ ওসিআই কার্ড থাকতে হবে। নেপাল এবং ভুটান নিবাসীদের সিটিজেনশিপ সার্টিফিকেট জমা করতে হবে। বিগত ৬ মাসে যাঁরা প্রতিষ্ঠানের কোনও নির্বাচনে অংশ নিয়েছেন তাঁরা আবেদনের যোগ্য নন।

advertisement

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

পদের নাম প্রজেক্ট ইঞ্জিনিয়ার
শূন্যপদের সংখ্যা কিছু জানানো হয়নি
কাজের স্থান ভারত
কাজের ধরন এগ্রিমেন্ট বেসিসে
নির্বাচন পদ্ধতি টু-টায়ার পদ্ধতি
টু-টায়ার পদ্ধতি বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ৬ সিজিপিএ/ ৬০% নম্বর সহ বি.ই/বি.টেক বা এমই/এম.টেক ডিগ্রি (৫ বছরের ইন্টিগ্রেটেড কোর্স)
বেতনক্রম বার্ষিক ৩.৫ লক্ষ টাকা
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদনের শেষ দিন ৩১.০১.২০২২

advertisement

Wipro Recruitment 2021: বয়সসীমা

বয়সসীমা ২৫ বছরের নিম্নে হতে হবে।

আরও পড়ুন - ট্রান্সমিশন কর্পোরেশন লিমিটেডের অধীনে ২৩২ পদে নিয়োগ, বিশদে জানুন

Wipro Recruitment 2021: নির্বাচন পদ্ধতি

প্রার্থীদের নির্বাচনে ‘টু- টায়ার’ পদ্ধতি গ্রহণ করা হবে। প্রথমটিতে অনলাইন অ্যাসেসমেন্ট এবং তার পরে বিজনেস ডিসকাশন করা হবে।

Wipro Recruitment 2021: বেতনক্রম

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

প্রার্থীদের ১২ মাসের এগ্রিমেন্টে ৩.৫ লক্ষ টাকায় নিযুক্ত করানো হবে।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Wipro Recruitment 2021: ৩.৫ লক্ষ টাকা বেতনে প্রজেক্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করবে Wipro, আবেদন করুন শীঘ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল